মঙ্গলবার ● ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » অষ্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে মনোনয়ন পেলেন ভোলার সন্তান মাহমুদূর রহমান নয়ন
অষ্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে মনোনয়ন পেলেন ভোলার সন্তান মাহমুদূর রহমান নয়ন
রিপন শান :

অষ্ট্রিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত, ভোলা জেলার লালমোহনের সন্তান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন এবার পেলেন পার্লামেন্ট নির্বাচনের নমিনেশন । আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিতব্য অষ্ট্রিয়ান পার্লামেন্ট নির্বাচনে পিপলস পার্টির টিকেটে নির্বাচনী যুদ্ধে অংশ নেবেন বাংলাদেশী বংশোদ্ভূত আইটি এক্সপার্ট মাহমুদুর রহমান নয়ন।
বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ এখন আর নুতন কিছু নয়। মেধা,যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূতরা এখন সগৌরবে প্রতিষ্ঠিত।
মাহমুদুর রহমান নয়ন ; ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্রবস্হায় ২০১২/২০১৩ সালে পুরো অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১,১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন। মাত্র ২৯ বৎসর বয়সী বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন । ২০১৭ সালের অক্টোবরে ব্রিটেনে মাস্টার্স করার সময় তরুণ এই রাজনীতিকের ডাক পরে অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে নির্বাচন করার জন্য। তিনি যথারীতি নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। এরপর মাহমুদুর রহমান নয়ন ২০২০ সালে ভিয়েনার সিটি কর্পোরেশনের ২৩ নং ডিসট্রিক্ট থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে কাউন্সিলর নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি রাজনীতিক হিসেবে ইতিহাস গড়েছেন।
এবার আবারও অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। ইতিপূর্বে তিনি শুধু ভিয়েনার ২৩ নং ডিসট্রিক্ট থেকে নির্বাচন করেছিলেন। এবার তাকে পুরো ভিয়েনা সিটি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এবার ভিয়েনায় বসবাসকারী বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ মাহমুদুর রহমান নয়ন কে সরাসরি ভোট দিতে পারবেন।
এদিকে নয়ন মনোনয়ন পাওয়ায় অষ্ট্রিয়ায় বাংলাদেশ কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। একান্ত কথোপকথনে মাহমুদুর রহমান নয়ন দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রিয়মুখ বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমানের আদরের পুত্রসন্তান।
বিষয়: #অষ্ট্রিয়া #নির্বাচন #নয়ন #পার্লামেন্ট #ভোলা #মনোনয়ন #মাহমুদূর #রহমান #সন্তান




মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
