বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
শেখ নুরুল ইসলাম ::
![]()
বৃটেনের সমাজসেবা মূলক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণে ও আর্ত- মানবতার সেবায় নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।
এই ধারাবাহিকতায় সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলার রামধনা ডালারপার এলাকায় গতকাল (২৮ জানুয়ারি) দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অ্যাডভাইজার ও জি এস সির নর্থ রিজিওন এর সাবেক চেয়ারপার্সন ফয়জুর রহমান চৌধুরীর শুভ উদ্ভোধনের মাধ্যমে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এই মানবিক মেডিকেল ক্যাম্প চলাকালে বৃটেন থেকে সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে
এই প্রজেক্ট বাস্তবায়নে নর্থ রিজিওনাল কমিটি ও বাংলাদেশ টিমের সবার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি “প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর ও শ্রমজীবী মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যানময় বলে উল্লেখ করে সংগঠন এর আগামীর সকল মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেছেন।
মেডিকেল ক্যাম্পে যুক্তরাজ্য থেকে আগত এনএইচএস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী এমবিবিএস (লন্ডন), এমএসসি (লন্ডন), এমআরসিএস (ইউকে), পিজিসার্ট (অক্সোন) দিনমজুর, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের রেজিস্ট্রার ডা. রাজবীর আহমেদ এমবিবিএস, এমএসসি (রেসপিরেটরি মেডিসিন), এফসিপিএস (এফপি), এমআরসিপি (লন্ডন)।
এছাড়াও চিকিৎসা কার্যক্রমে অংশ নেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেজিস্ট্রার (অপথালমোলজি) ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এইচএমও ডা. তৌহিদা চৌধুরী এমবিবিএস, পিজিটি (চক্ষু), সিএমইউ, ডিএমইউ (আল্ট্রাসাউন্ড)।
মেডিকেল ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, সাধারণ মেডিসিন, হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া রোগীদের মধ্যে প্রয়োজনীয় ফ্রি ওষুধও বিতরণ করা হয়।
এই সময় বক্তব্যে ফয়জুর রহমান চৌধুরী বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও মহতী কার্যক্রম অব্যাহত রাখব।
ফিলিস্তিনের গাজাসহ দেশের ও দেশের বাইরে বিভিন্ন এলাকায় আমরা নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি। যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে অনেক রোগের ঝুঁকি কমে যায়।
সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো নিয়মিত স্বাস্থ্য সচেতনতা। সকলকে আমি স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই।
চিকিৎসা যেখানে অনেকের কাছে স্বপ্ন, সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়ে উঠল আশার আলো।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা সেবা নয়, বরং স্বাস্থ্য সচেতনতা ও মানবিক সহমর্মিতার প্রতীক হিসেবে স্থানীয় মানুষের মনে জায়গা করে নিয়েছে।
বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষজন এই মানবিক উদ্যোগে উপকৃত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
বিষয়: #অনুষ্ঠিত #কমিউনিটি #ক্যাম্প #গ্রেটার #মেডিকেল #সিলেট




ম্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি‘র নির্বাচন-২০২৬ সম্পন্ন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
“কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার্স ট্রাষ্টি “মরহুম কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেলিম রেজার সৌজন্য সাক্ষাৎ।
সহিংসতা ও উগ্রবাদে বাংলাদেশ ‘চরমভাবে ঝুঁকিপূর্ণ’—আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন ১৭–১৮ জানুয়ারি
পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
