সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » দেশ কাঁপল হৃদয়ও কাঁপল
দেশ কাঁপল হৃদয়ও কাঁপল
কবি ও সাংবাদিক আনোয়ার হোসেন রনি
![]()
মাটির বুক চিরে ওঠে আগুনের ছোঁয়া,
নরসিংদীর মাধবদীর ধ্বংসস্তূপে ঢেউ ওঠে।
পাঁচজন মানুষের প্রাণ যেন বাতাসে মিলিয়ে যায়,
আর অনন্ত বেদনায় জড়িয়ে পড়ে দশটি পরিবারের জীবন।
ভাঙা দেয়ালের শব্দে কানে বাজে মৃত্যু।
গ্যাসের পাইপ ভেঙে যায়, ধোঁয়ার আড়ালে অচেনা আহাজারি।
রাস্তার ধুলো উড়ে চলে,
শিশুর কান্না, বৃদ্ধের চিৎকার,
মহিলাদের হাতচাপানো চিৎকার,
সব মিশে যায় এক বেদনাক্রন্দনে।
হাজারো মানুষ সড়কে লাফিয়ে পড়ে,
ভয় যেন মাটির গভীরে ঢুকে যায়।
কেউ চোখে পানি, কেউ বুকের কষ্ট সহ্য করতে পারেনি,কেউ হেঁটে চলে, কেউ ছুটে চলে,
মানুষ আর মানুষ নয়—সবাই যেন এক ভয়ানক নদীর ঢেউ।
কিন্তু মাঝের ভাঙা শহরের মধ্যে
এক আল্পনাকারীর হাতের অদম্য আশা জাগে।
চোখের জল দিয়ে কেউ বলে—“আমরা হারিনি, আমরা বেঁচেছি।”
কেউ আহতকে কাঁধে তুলে নেন,
কেউ হাত বাড়িয়ে দেন ভাঙা দেয়ালের ওপারে।
মৃতদের স্মৃতির নাম করে তৈরি হয় মানবতার অমর চিহ্ন।
রাত নামে, কিন্তু আতঙ্ক চলে যায় না।
শহরের আকাশে কাঁপন, বাতাসে শূন্যতার শব্দ।
তবু, ভাঙা দেয়ালের ফাঁকে ফাঁকে
আশার আলো ঝলমল করে—
মানুষ এখনও লড়ছে, মানুষের হৃদয় এখনও ধবধবে।
মাটির ভেতর বাঁচার আকুতি,
আহতদের চিৎকার,
প্রতিটি নিঃশ্বাসে প্রতিরোধের জোর—
সব মিলিয়ে গড়ে তোলে নতুন সকাল,
এক শহর যা ভাঙলেও,
মানবিকতা হারায়নি,
ভয়াবহ ভূমিকম্পের মাঝেও আশা বাঁচে।
আনোয়ার হোসেন রনি,, সাধারন সম্পাদক, ছাতক প্রেসক্লাব
বিষয়: #কাঁপল #দেশ #হৃদয়ও




কবিতা আবৃত্তি ও গানের সংকলন ” শুধু তোমার বাণী”
অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
