সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি ::
![]()
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “আমি আপনাদের মিলন। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের ভোট, দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।
বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষকে নিরাপদে রাখা হবে। আমরা কখনোই জনগণের ক্ষতি হতে দেবো না। উন্নয়ন ও জনসেবাই আমাদের মূল লক্ষ্য।”
গত রোববার (১৬ নভেম্বর)সন্ধ্যা ৮টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর–মাদ্রাসা বাজার এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ শেষে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন আরও বলেন, “২০১৮ সালে আমরা দলীয় মনোনয়ন পাইনি। দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। এবার আপনারাও দলের সিদ্ধান্ত মেনে একসাথে কাজ করুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন। তিনি লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও ইউপি সদস্য বাবুল মিয়া, এবং পরিচালনা করেন যুবদল নেতা রুবেল আহমদ। বক্তব্য রাখেন—
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলী, বাবুল মেম্বাব,আব্দুল হাই লিপু,সেকুল আহমদ, যুবদল নেতা সুরুজ মিয়াসহ পৌর যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী সভায় অংশ নেন। সভা শুরু হয় হাফিজ আমির আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।###
বিষয়: #আহমেদ #উদ্দিন #কলিম #নিরাপদ #নির্বাচিত #মানুষ #মিলন #রাখবো #সাধারণ




সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
নতুন পোশাকে নেমেছে পুলিশ
মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যাবে আজ
ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি
রাজধানীতে আবারও বাসে আগুন
