সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে ছাতকে অবরোধ ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় এ কর্মসূচি পালন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এবং তাঁর শত শত সমর্থক।
বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। দীর্ঘ সময় ধরে সড়কজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, রোগী ও কর্মজীবী মানুষ। কেউ কেউ গাড়ির ভেতরে আটকে থেকে অসহায়ত্বের কথা জানান, আবার অনেককে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।
এ আসনে বিএনপি এবার মনোনয়ন দিয়েছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনকে। প্রার্থী ঘোষণার পর থেকেই উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা দুই পক্ষের সমর্থনে বিভক্ত হয়ে পড়েন।
মিজানুর রহমান চৌধুরীর সমর্থকেরা মনে করছেন—দীর্ঘদিন মাঠে-ঘাটে শ্রম দেওয়া নেতার প্রতি অবিচার হয়েছে। অবরোধস্থলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, “গত ১৬ বছর দলের প্রতিটি দুঃসময়ে আমি মাঠে থেকেছি। ২০০৯ সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ২০১৮ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এখান থেকেই মনোনয়ন দেন। দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম।”
তিনি আরও বলেন, “আমার বিশ্বাস ছিল এবারও আমাকে মূল্যায়ন করা হবে। লোকজনে সেটাই আশা করেছিল। কিন্তু যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তাতে সবাই বিস্মিত ও হতভম্ব হয়েছে।
দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে—এটাই আমাদের দাবি।”সমাবেশে ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদসহ বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন। তারা দলের উচ্চপর্যায়ের প্রতি স্থানীয় নেতাকর্মীদের মনোভাব বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
এদিকে অবরোধ শেষে পরিস্থিতি স্বাভাবিক হলেও স্থানীয় রাজনৈতিক পরিবেশে উত্তাপ রয়ে গেছে। প্রার্থী পরিবর্তন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের দিকে থাকিয়ে এখন পুরো ছাতক–দোয়ারাবাজারের রাজনৈতিক অঙ্গন।
বিষয়: #অবরোধ #দাবি #পুনর্বিবেচনা #প্রার্থী #বিএনপি #সুনামগঞ্জ #সড়ক




নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
নতুন পোশাকে নেমেছে পুলিশ
মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যাবে আজ
ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি
রাজধানীতে আবারও বাসে আগুন
