

বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » ছাতকে সুনামগঞ্জ জেলা প্রশাসক পরিদর্শনে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিতে আলোচনা সভা।
ছাতকে সুনামগঞ্জ জেলা প্রশাসক পরিদর্শনে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিতে আলোচনা সভা।
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে অবস্থিত কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিতে এক আলোচনা সভা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কয়েস উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক রাজন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া একাডেমির পরিবেশ ও শিক্ষার্থীদের মনোযোগ দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন,আপনাদের একাডেমির শিক্ষার্থীদের চোখে আমি স্বপ্ন দেখেছি তাদের মধ্যে আলোকিত ভবিষ্যতের আশা দেখতে পেয়েছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অত্যন্ত প্রশংসনীয়। অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।তিনি আরও বলেন,এলাকায় শিক্ষা বিস্তারে এই ধরনের প্রতিষ্ঠানের অবদান অনন্য। আমাদের উচিত সবাই মিলে শিক্ষার মান উন্নত করা, যাতে এই অঞ্চলের প্রতিটি শিশু মানসম্মত শিক্ষার সুযোগ পায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তরিকুল ইসলাম। তিনি বলেন,শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রতিষ্ঠানের মতো আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলে ভবিষ্যতে ছাতক হবে একটি আলোকিত জনপদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব কাজী মকসুদ মিয়া, সাবেক কাউন্সিলর,মিশিগান সিটি (যুক্তরাষ্ট্র)সদরুল আমিন সোহান,যুক্তরাজ্য প্রবাসী,নানু মিয়া,যুক্তরাজ্য প্রবাসী,মনজুরুল করিম তুহিন, আমেরিকা প্রবাসী;কাজী মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুরমা উত্তর ইউপি; নুরুল হুদা ফয়সাল, ইতালি প্রবাসী; ড. আফসার উদ্দিন, শিক্ষানুরাগী; এছাড়া ইব্রাহিম আলী রাসেল, জামাল উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মুজাহিদুর রহমান হীরা, সাজ্জাদ মিয়া, আলতাব আলী, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দিন, আজিজ মিয়া, ফখরুদ্দিন প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমি তার উজ্জ্বল উদাহরণ, যেখানে প্রবাসীদের সহযোগিতায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
প্রধান শিক্ষক রাজন মিয়া বলেন,আমরা শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষা নয়, নৈতিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর আধুনিক জ্ঞানেও দক্ষ করে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য একাডেমিকে এলাকার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা।অনুষ্ঠানের শেষ পর্বে একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে, যা অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং প্রতিষ্ঠানের ক্রমোন্নতির কামনা করেন।পরিদর্শন ও আলোচনা সভাকে ঘিরে একাডেমি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় শিক্ষক, অভিভাবক ও প্রবাসীরা এটিকে ছাতকের শিক্ষার ইতিহাসে এক অনন্য দিন হিসেবে উল্লেখ করেন।
বিষয়: #আরিয়ান #আলোচনা #উমাইয়া #একাডেমি #কাজি #ছাতক #জিসান #জেলা #পরিদর্শন #প্রশাসক #সভা #সুনামগঞ্জ

