

সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » মাধবপুর » মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্ল্যাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দেব, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভিন, শিক্ষক মো. মিজানুর রহমান, সমাজসেবক এম. নবীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টাইফয়েড রোগের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এর আওতায় মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরদের এই টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, “এই ক্যাম্পেইন সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণকে সচেতন করতে হবে এবং টিকাদান নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
সভায় টিকাদান কর্মসূচিকে সফল করতে শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
বিষয়: #ক্যাম্পেইন #টাইফয়েড #টিকাদান #মাধবপুর