

সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে ছিনতাইকারীকে গণপিটুনি, গ্রেফতার ৪
সেনবাগে ছিনতাইকারীকে গণপিটুনি, গ্রেফতার ৪
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে সিএনজিতে যাত্রীবেশে উঠে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালানোর সময় চার ছিনতাইকারী ধরা পড়েছে। স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। পরে সেনাবাহিনী তাদের থানায় হস্তান্তর করে। রবিবার (৩ আগস্ট) বিকেলে সেনবাগ উপজেলার ভূঁইয়ার দীঘি এলাকার আলা উদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী বকুল নাহার ওরফে মনোয়ারা বেগম (৪২) চিকিৎসার উদ্দেশ্যে সিএনজিতে ওঠেন। আগে থেকেই যাত্রীবেশে থাকা চার ছিনতাইকারী কৌশলে তার চোখে মলম লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে নেয় ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি অপ্পো স্মার্টফোন এবং নগদ ২০০ টাকা।
পরে তারা ভিকটিমকে মোহাম্মদপুরের রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নামিয়ে দেয়। ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে খলিল মিয়ার হাট বাজার এলাকায় ছিনতাইকারীদের বহনকারী সিএনজিটি আটক করে এবং গণপিটুনি দেয়।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করে।
গ্রেফতারকৃত চারজন হলেন, নোয়াখালীর সদর উপজেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের রশিদ ড্রাইভার বাড়ির মৃত আবদুর শহিদের ছেলে মো: হক সাহেব প্রকাশ খালেক (৪০), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামের কামালের বাড়ির তছির আহম্মদের ছেলে মো: নুর নবী (৪৫), সদর উপজেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের হাজীরহাট মজিব মাস্টার বাড়ির মানিক মিয়ার ছেলে রাব্বি প্রকাশ রনি (২৮) এবং পিরোজপুর জেলার সিংহখালী গ্রামের তছিলদার বাড়ির মো: বাদশা মিয়ার ছেলে মো: জুয়েল হোসেন (৩০)।
এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম সেনবাগ থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা গ্রহণ করে সোমবার দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।”
বিষয়: #গণপিটুনি #গ্রেফতার #ছিনতাইকারী #সেনবাগ