সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন আল হেলাল
গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন আল হেলাল
সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
চব্বিশ এর জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। গত ১লা জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ইং পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য স্বীকৃতি ও সম্মাননা প্রদান করে সরকারী এ সংস্থাটি। এই লক্ষ্যে উক্ত গণঅভ্যুত্থানে যারা সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন এবং সাহসিকতা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগনের কাছে সত্য তথ্য তুলে ধরেছেন কেবলমাত্র সেসব সাংবাদিকদেরকেই এ সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
সুনামগঞ্জের জেষ্ট সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল হেলাল বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে জেলার ৩ বীর শহীদানদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পাশাপাশি জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকায় জুলাই যুদ্ধে আহত জেলার বিভিন্ন জুলাই যোদ্ধাদের নিয়ে প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরুপ এ সম্মাননায় ভূষিত হন।
রবিবার (৩ আগস্ট) সকাল ১১টায় ঢাকার সার্কিট হাউস রোডস্থ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে জনাকীর্ণ এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এবং বিএফইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিক আল হেলালের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো: শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাওছার আহমদ, অতিরিক্ত সচিব আলতাফুল আলম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক সামছুল হক জাহিদ, বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ,প্রেস ইনসষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহা পরিচালক ফারুক ওয়াসিফ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার,সদস্য শাহীন হাসনাত,দৈনিক কালবেলা পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন,যমুনা টিভির এ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান,এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত ও ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, শহীদ মাতা সামছিয়া জামাল, সাংবাদিক এমরান হোসাইন, সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন প্রমুখ । সভা পরিচালনা করেন সাংবাদিক আমিরুল মুমেনিন মানিক।
বিষয়: #আল #গণঅভ্যুত্থান #জন্য #পেলেন #সম্মাননা #সাংবাদিকতা #সাহসী #হেলাল




সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ !
সুনামগঞ্জে স্থানীয় গণদাবী পূরণে এনসিপির উদ্যোগে মানববন্ধন
সুনামগঞ্জের হলহলিয়ায় ১৯টি বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের ঘটনায় দ্রুতবিচার আইনে মামলা
ছাতকে সুনামগঞ্জ জেলা প্রশাসক পরিদর্শনে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিতে আলোচনা সভা।
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ছাতকে ৮০ বছরের জমি বিরোধে প্রশাসনিক পরিমাপ, উত্তেজনা চরমে; ইউএনও’র বিরুদ্ধে মসজিদের মাইকে অপপ্রচার
