

বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » মানবপন্থি হবো কবে?
মানবপন্থি হবো কবে?
বিপুল চন্দ্র রায়
বামপন্থি আর ডানপন্থি
শুধুই নীতির কথা কয় মুখে।
অন্যের দোষ দেখে শুধুই
নিজের দোষ ঢাকে সবে।
আজকাল সমাজে অবক্ষয়
দেখা দিয়েছে ঘরে ঘরে।
এর প্রতিকারের তরে
সচেতন নাগরিক জগো সবে।
আমি মানব পন্থি হবো কবে?
মানুষের তরে বাঁচবো কবে?
লোভ-লালসার শিকল ছিঁড়ে ফেলে,
পরের তরে প্রাণ দেবো উজাড় করে।
ধর্ম-বর্ণের ভেদাভেদ ঘুচিয়ে,
হাতে হাত রেখে হাঁটবো সবে।
দুর্বলদের পাশে দাঁড়াবো হেসে
তখনেই মানবপন্থি হবো তবে।
বিষয়: #কবে #মানবপন্থি #হবো