

মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে পরামর্শ সভা।
নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে পরামর্শ সভা।
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর, হবিগঞ্জ ::
মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির ঘটনায় ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ বাস্তবায়নে পরামর্শ সভা করেছে ইউনিয়ন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটি। গতকাল (মঙ্গলবার) নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কমিটি’র সভাপতি এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির সভাপতি এস এম জাকিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ। কমিটি’র সদস্য সচিব উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আই বি সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, রতনপুর সপ্রাবি প্রধান শিক্ষক নুরজাহান আক্তার, জগদীশপুর চা বাগান সপ্রাবি প্রধান শিক্ষক অমল সরকার, আলহাজ্ব এস এম ফয়সল সপ্রাবি প্রধান শিক্ষক বিলকিস আক্তার, লেবামারা সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন, নারাইনপুর সপ্রাবি প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, নোয়াপাড়া চা বাগান সপ্রাবি প্রধান শিক্ষক রোজি আক্তার, এ এইচ মডেল স্কুল প্রধান শিক্ষক এনায়েত আহমেদ, শাহ এন এইচ কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাহমুদ, প্রভাতী বিদ্যা নিকেতন প্রতিষ্টাতা মো: জাকারিয়া, নলেজ স্টার একাডেমি প্রতিষ্টাতা মৃন্ময় বনিক মিশুক, সৈয়দ হুমায়ুন একাডেমি সহ শিক্ষক পলি রানী সেন, রওশন আরা একাডেমি প্রতিষ্টাতা জাকির হোসেন, ড. নাইমা হুমায়ুন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেহেরুন্নেসা লাভলী, কাশফিয়ান বিদ্যানিকেতন প্রধান শিক্ষক শেফালী আক্তার। প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে গুরুত্বারোপ করেন এবং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ নোয়াপাড়া ইউনিয়নে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে নোয়াপাড়া ইউনিয়নের প্রাথমিক স্তরের ২১টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩টি ক্লাস্টারে বিভক্ত করে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেধা বৃত্তি পরীক্ষা টি আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হইবে।
বিষয়: #ইউনিয়ন #নোয়াপাড়া #পরামর্শ #পরীক্ষা #প্রাথমিক #বাস্তবায়ন #মেধাবৃত্তি #সভা