

রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে ‘‘এক শহীদ, এক বৃক্ষ’’ স্লোাগানে ৭ হাজার বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন
ফুলবাড়ীতে ‘‘এক শহীদ, এক বৃক্ষ’’ স্লোাগানে ৭ হাজার বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন
মোঃ জাহাঙ্গীর হোসেন,ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে “এক শহীদ, এক বৃক্ষ” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসা মো. ইসাহাক আলী।
উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির আওতায় ফুলবাড়ী পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৭ হাজার বৃক্ষরোপণ করা হবে। বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, “শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখে এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী নিশ্চিত করে। তাই এই কর্মসূচি শুধু স্মরণ নয়, ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দিনাজপুর নেজারত শাখার প্রটকল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জতি বড়াল, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী,, বন বিভাগের কর্মকর্তা সরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার কাজল রানা,আনছর ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে একটি বৃক্ষ যেন এক শহীদের প্রতীক হয়ে রোপিত হয় এই ভাবনা থেকেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও পরিবেশ সংরক্ষণের সচেতনতা একযোগে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিষয়: #উদ্বোধন #ফুলবাড়ী #বৃক্ষরোপন #শহীদ