বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ছেলে নাকি মেয়ের মা হলেন কিয়ারা
ছেলে নাকি মেয়ের মা হলেন কিয়ারা

বিনোদন ডেস্ক::
মা হয়েছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। অনুরাগীরা জানতে ব্যাকুল, ছেলে নাকি মেয়ের মা হলেন অভিনেত্রী! গতকাল মঙ্গলবার রাতে ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। পরিবারের ঘনিষ্ঠ সূত্র স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, স্বাভাবিক ডেলিভারির পর মা-মেয়ে দুজনই ভালো আছেন। যদিও কিয়ারা বা তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
সিদ্ধার্থ ও কিয়ারার মন দেওয়া-নেওয়া শুরু হয় ‘শেরশাহ’ ছবির শুটিং সেটে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে এই জুটিকে লুভে নেন দর্শক। ছবির সাফল্যে ধীরে ধীরে গাঢ় হতে থাকে তাদের সম্পর্ক। দীর্ঘদিন চুপিচুপি প্রেম করার পর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন তারা। ভারতের রাজস্থানের জয়সালমিরে তাদের বিয়ের আয়োজন ছিল সিনেমার চেয়েও বর্ণাঢ্য।
বিয়ের এক বছরের মাথায় অন্তসত্ত্বা হওয়ার খবর কিয়ারা। চলতি বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’ এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তার পর থেকেই অনুরাগীদের অপেক্ষা, ছেলে, নাকি মেয়ে হবে ওদের!
অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। মাতৃত্বকালীন সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছেন অভিনেত্রী। তবে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে তার উচ্ছলতা, অন্তসত্ত্বাকালীন সময়কে উদযাপনের ছবি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা পেরিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানগুলোতে। গর্ভাবস্থায় তার পোশাক ও ফ্যাশন নজর কেড়েছে সবার।
কিয়ারা-সিদ্ধার্থের মা-বাবা হওয়ার খবরে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের স্বজনরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাট থেকে করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা-বাবাকে। তাদের জীবনের নতুন অধ্যায় যেন আনন্দে ভরে থাকে এমনটাই প্রার্থনা অনুরাগীদেরও।
বিষয়: #কিয়ারা #ছেলে #নাকি #মা #মেয়ের #হলেন




পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’
রাশমিকা-বিজয়ের বাগদানে সত্যি হলো প্রেমের গুঞ্জন
‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’
অনুমতি না পাওয়ায় জেমসের কনসার্ট স্থগিত
রোজাকে বিয়ের পর অভিনন্দন জানিয়েছি, তাহসানও আমাকে জানিয়েছিল: মিথিলা
দুই ডজন ছবি পেছেন ফেলে অস্কারে যাচ্ছে ‘হোমবাউন্ড’
ভক্তদের সুখবর দিলেন মিথিলা
হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
রাজনীতি আমার ‘মঞ্চ’ না: শবনম ফারিয়া
নিজের ভিত্তি শক্ত না করে সব বিলিয়ে দেওয়া উচিত নয়: পপি
