

বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » “বাংলাদেশে বাকস্বাধীনতার দমন: প্রবাসী সাংবাদিক ও লেখকদের প্রতিবাদ”
“বাংলাদেশে বাকস্বাধীনতার দমন: প্রবাসী সাংবাদিক ও লেখকদের প্রতিবাদ”
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
বাংলাদেশে সাংবাদিকদের ওপর চলমান নিপীড়ন ও গণমাধ্যমের স্বাধীনতা হরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও মানবাধিকার কর্মীরা। এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সাংবাদিক নির্যাতন নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, গত ১১ মাসে অন্তত ৪১২ জন সাংবাদিককে হত্যা মামলাসহ নানা হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে। চাকরিচ্যুত হয়েছেন হাজারের বেশি সাংবাদিক ও সম্পাদক। তিন শতাধিক সাংবাদিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বহু সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ১৬৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং ১০১ জনের সদস্যপদ স্থগিত বা বাতিল করা হয়েছে বিভিন্ন প্রেস ক্লাব থেকে।
বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সৈয়দ বদরুল আহসান, কথাসাহিত্যিক ড. মুকিদ চৌধুরী, সাংবাদিক সুজাত মনসুরসহ ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াপ্রবাসী শতাধিক বিশিষ্ট ব্যক্তি এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তাঁরা অভিযোগ করেন, “সরকারি উদ্যোগেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। নির্যাতনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।”
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, সরকারপ্রধান একজন শান্তিতে নোবেলজয়ী এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের অনেকেই অতীতে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। অথচ আজ তাঁদের সময়েই সাংবাদিকদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে, যা হতাশাজনক।
তাঁরা বলেন, “এই দমননীতি শুধু সাংবাদিকদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে না, এর ফলে গোটা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ মানে জনগণের কণ্ঠরোধ।”
বিবৃতির অন্যতম মূল দাবি:
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম নিশ্চিত করা সরকারের তরফ থেকে দমননীতি পরিহার এছাড়াও, বিবৃতিতে সারা দেশে সাংবাদিকদের ওপর সৃষ্ট মব অ্যাটাক, সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল বন্ধ এবং কলম থামিয়ে দেওয়ার মতো ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এই পরিস্থিতি অবিলম্বে বন্ধের আহ্বান জানান তাঁরা।
স্বাক্ষরকারী প্রবাসীদের তালিকায় রয়েছেন:
ইউকে, ইউএসএ, কানাডা, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, গবেষক, লেখক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও অধিকারকর্মীরা।
এই বিবৃতি শুধু একটি প্রতিবাদ নয়, বরং এটি প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এক সাহসী কণ্ঠস্বর। বাংলাদেশ যেন মানবাধিকার ও বাক্স্বাধীনতার পক্ষে একটি উদাহরণ হয়ে উঠতে পারে — এমনটাই প্রত্যাশা জানান স্বাক্ষরকারীরা।
বিষয়: #আজিজুল #আম্বিয়া #থেকে #লন্ডন