

বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের উদ্যোগে সংস্কৃতিসেবীদের মধ্যে খাদ্যশস্য বিতরন
সুনামগঞ্জে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের উদ্যোগে সংস্কৃতিসেবীদের মধ্যে খাদ্যশস্য বিতরন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সদর উপজেলা শাখার উদ্যোগে শতাধিক অসচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে খাদ্যশস্য বিতরন করা হয়েছে। বুধবার (২রা জুলাই) বিকেলে সুনামগঞ্জ পৌরসভার পশ্চিমবাজারস্থ দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন কার্যালয়ের সম্মুখে অন্তবর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় বরাদ্দকৃত ১ মেট্রিক টন চাল,গরীব অসহায় বাউল শিল্পী,যন্ত্রশিল্পী ও কবি গীতিকারদের মধ্যে বন্টন করে সংগঠনটি।
জেলার পঞ্চরতœ বাউলের মধ্যমণি গানের স¤্রাট মরহুম বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এঁর হারিয়ে যাওয়া মূল্যবান গান সংগ্রহ প্রচার ও প্রসারে নিবেদিত সংগঠন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোছাঃ তানজিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল কর জনির পরিচালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম উদ্দিন আহমদ,সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমেদ,বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বাউল আশরাফ আলী,বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি কবি মুহাম্মদ আমিনুল হক,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক এনডি উছমান গনি,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমেদ শিহাব, সদস্যসচিব মোঃ রিদওয়ানুল হক নিহাল, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাউল আল হেলাল,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গীতিকার রাজু আহমেদ রমজান,সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল কাইয়ূম মিলন,জুলাই আন্দোলনে আহত বিপ্লবী মোঃ জহুর আলী,বিপ্লবী রিপন মিয়া,বাউল কামাল পাশা প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাদিক মিয়া,প্রবীণ বাউল শিল্পী তছকীর আলী,বাউল মিরাজ আলী,বাউল নজরুল ইসলাম,বাউল আব্দুল রব আব্দুল্লাহ,বাউল আলাউদ্দিন,বাউল লুৎফুর রহমান,বাউল সাজিদ মিয়া,তুতি মিয়া ও কবি আপন আনোয়ারসহ বিভিন্ন উপকারভোগী অসচ্ছল সংস্কৃতিসেবীগন।
বিষয়: #কামাল #পাশা #বাউল #সুনামগঞ্জ