রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু, সংঘবদ্ধভাবে হত্যার অভিযোগ পরিবারের
নোয়াখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু, সংঘবদ্ধভাবে হত্যার অভিযোগ পরিবারের
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের কাজির চর গ্রাম থেকে মো. মাহফুজ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, বন্ধুর স্ত্রীকে পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে কাজির চর গ্রামের হাসমত উল্যার বাড়ির ছায়েদুল হকের ঘর থেকে তার লাশ উদ্ধার করে সুধারাম মডেল থানার পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে বাড়ির রান্না ঘরের পেছনে পেয়ারা গাছে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত মাহফুজ ওই গ্রামের ছায়েদুল হকের ছেলে। তিনি পেশায় রাজমেস্ত্রী ছিলেন।
নিহতের চাচা মো. মাফুউল্যা জানান, দীর্ঘদিনের বন্ধু সোহাগ বিদেশ যাওয়ার আগে তার স্ত্রী-পরিবারের খোঁজ নিতে মাহফুজকে অনুরোধ করেছিলেন। পরবর্তীতে সোহাগের স্ত্রী আছমা আক্তার টিকটক ভিডিও ও অশ্লীল কনটেন্ট মাহফুজকে পাঠানো শুরু করেন। এ বিষয়টি পরিবারের নজরে আসার পর প্রতিবাদ করলে শুক্রবার সকালে মাহফুজের বাবা বিষয়টি সোহাগের পরিবারকে জানান।
এরপর বিকালে আছমা আক্তার, তার ভগ্নিপতি শাহীন ও ভাই সবুজ মাহফুজের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা করে হত্যার হুমকি দেয়। এমনকি ভিডিও কলে বিদেশে থাকা সোহাগও হুমকি দেন বলে দাবি পরিবারের।
নিহতের বাবা ছায়েদুল হক অভিযোগ করে বলেন, “সোহাগের স্ত্রী আছমা বারবার কু-প্রস্তাব দিয়ে আমার ছেলেকে ফাঁসাতে চাইতো। আমরা প্রতিবাদ করায় শুক্রবার রাতে সোহাগের দুলাভাই শাহীনের নেতৃত্বে আছমা, সবুজসহ সংঘবদ্ধ হয়ে মাহফুজকে হত্যা করে। পরে তাকে পেয়ারা গাছে বেঁধে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়।”
সুধারাম মডেল থানার এসআই জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #নোয়াখালী #মৃত্যু #যুবক #রহস্যজনক




ঘুষ না পেয়ে আদালতে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
বাংলাদেশ কৃষি ব্যাংক, চিরিংগা শাখার উদ্যোগে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উদযাপন
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
নোয়াখালীতে নিরীহ ব্যক্তিকে মারধর থেকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ১
নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা
নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
১৪৪ ধারায় থমথমে খাগড়াছড়ি, ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
সেনবাগে জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার ৪র্থ তলার শুভ উদ্বোধন
কক্সবাজার সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ‘আওয়াজ’র ৭ প্রস্তাব
