সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » কৃষাণ দেশের মেরুদণ্ড
কৃষাণ দেশের মেরুদণ্ড
বিপুল চন্দ্র রায়
![]()
পুব আকাশে রবি ওঠে,
খুব সকালে কৃষাণ জাগে।
ধানের শীষে দোলে স্বপ্ন,
কৃষাণ দেশের মেরুদণ্ড।
লাঙ্গল জোয়ার কাঁধে কৃষাণ
ছুটে মাঠের পথে।
ফসল ফলায় সোনার মতো,
নেই তার কোনো দুঃখ শত।
রোদ হোক, বৃষ্টি আসুক,
কৃষাণ ভাইয়ের নেই লেশ।
কৃষাণ মোদের গর্ব দেশের,
নেই তুলনা তার কর্মের।
বিষয়: #কৃষাণ #দেশের #মেরুদণ্ড




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
