বুধবার ● ৪ জুন ২০২৫
প্রথম পাতা » খুলনা » খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর উদ্বোধন
খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর উদ্বোধন

মনির হোসেন, মোংলা::
মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরো গতিশীল ও সহজতর করতে খুলনায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর উদ্বোধন করা হয়েছে।
৪ জুন বুধবার সকালে খুলনার খালিশপুরে এ দপ্তর উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এসময় বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, আমদানি রপ্তানীকারক ও বন্দর ব্যবহারকারীদের বিশেষ অনুরোধে ৪ জুন বুধবার খুলনায় বন্দর চেয়ারম্যান মহোদয়ের দপ্তর উদ্বোধন করা হয়েছে। বর্তমানে দপ্তরটির অফিসিয়াল কার্যক্রম চলমান রয়েছে।এতে বন্দর সংশ্লিষ্টরা খুলনায় থেকে বন্দরের যেকোন বিষয় নিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে মতবিনিময় করার সুযোগ পাবেন।
বন্দর ব্যবহারকারীরা জানান, অধিকাংশ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীর অফিস খুলনাতে অবস্থিত বিধায় মোংলা বন্দরের কার্যক্রম খুলনাস্থ অফিসেও সম্পন্ন করা হলে বন্দর ব্যবহারকারীগণ খুব সহজে বন্দর সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এ অফিস চালু হওয়াতে আগের তুলনায় সময় সাশ্রয়ী এবং বন্দর সংশ্লিষ্ট কার্যক্রমে গতিশীলতা বাড়বে। ফলে বন্দর ব্যবহারে তারা একদিকে যেমন বেশী উৎসাহিত হবে, অন্যদিকে দেশের অর্থনীতি আরো গতিশীল করতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতিশ্রুতি প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ দ্রুতসময়ের মধ্যে খুলনাস্থ অফিসের কার্যক্রম অনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হলো।
উল্লেখ্য, ১লা ডিসেম্বর, ১৯৮৬ সালে মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৭ সালে অন্যান্য অফিসসহ অধিকাংশ স্থাপনা খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত করা হয়েছিলো।
বিষয়: #উদ্বোধন #কর্তৃপক্ষের #খুলনায় #চেয়ারম্যানের #দপ্তর #বন্দর #মোংলা




দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
দৌলতপুর পিপুলবাড়িয়া মাঠে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে অ্যাম্বুলেন্সে ডাকাতি
এক কোটি ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ
