বুধবার ● ৪ জুন ২০২৫
প্রথম পাতা » Default Category » খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর উদ্বোধন
খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর উদ্বোধন

মনির হোসেন, মোংলা::
মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরো গতিশীল ও সহজতর করতে খুলনায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর উদ্বোধন করা হয়েছে।
৪ জুন বুধবার সকালে খুলনার খালিশপুরে এ দপ্তর উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এসময় বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, আমদানি রপ্তানীকারক ও বন্দর ব্যবহারকারীদের বিশেষ অনুরোধে ৪ জুন বুধবার খুলনায় বন্দর চেয়ারম্যান মহোদয়ের দপ্তর উদ্বোধন করা হয়েছে। বর্তমানে দপ্তরটির অফিসিয়াল কার্যক্রম চলমান রয়েছে।এতে বন্দর সংশ্লিষ্টরা খুলনায় থেকে বন্দরের যেকোন বিষয় নিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে মতবিনিময় করার সুযোগ পাবেন।
বন্দর ব্যবহারকারীরা জানান, অধিকাংশ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীর অফিস খুলনাতে অবস্থিত বিধায় মোংলা বন্দরের কার্যক্রম খুলনাস্থ অফিসেও সম্পন্ন করা হলে বন্দর ব্যবহারকারীগণ খুব সহজে বন্দর সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এ অফিস চালু হওয়াতে আগের তুলনায় সময় সাশ্রয়ী এবং বন্দর সংশ্লিষ্ট কার্যক্রমে গতিশীলতা বাড়বে। ফলে বন্দর ব্যবহারে তারা একদিকে যেমন বেশী উৎসাহিত হবে, অন্যদিকে দেশের অর্থনীতি আরো গতিশীল করতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতিশ্রুতি প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ দ্রুতসময়ের মধ্যে খুলনাস্থ অফিসের কার্যক্রম অনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হলো।
উল্লেখ্য, ১লা ডিসেম্বর, ১৯৮৬ সালে মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৭ সালে অন্যান্য অফিসসহ অধিকাংশ স্থাপনা খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত করা হয়েছিলো।
বিষয়: #উদ্বোধন #কর্তৃপক্ষের #খুলনায় #চেয়ারম্যানের #দপ্তর #বন্দর #মোংলা




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
