শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » অনুদানের চেক নিয়ে গুজব ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে সাংবাদিক আল হেলালের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » সুনামগঞ্জ » অনুদানের চেক নিয়ে গুজব ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে সাংবাদিক আল হেলালের সংবাদ সম্মেলন
২২০ বার পঠিত
বুধবার ● ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনুদানের চেক নিয়ে গুজব ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে সাংবাদিক আল হেলালের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি:
অনুদানের চেক নিয়ে গুজব ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে সাংবাদিক আল হেলালের সংবাদ সম্মেলন
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রদত্ত অনুদানের চেক নিয়ে পরিকল্পিত গুজব,তথ্য সন্ত্রাস, মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত পানসী রেস্টুরেন্ট মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি,প্রেসক্লাবের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি আল হেলালের আহবানে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের  নেতৃত্বাধীন তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম শুরু হওয়ার আগেই তদন্ত কার্যক্রমকে প্রভাবিত ও বাধাগ্রস্থ করার লক্ষ্যে বাংলাভিশন টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মাসুম হেলাল এবং ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদনুর আহমদসহ কতিপয় সহকর্মীগন কর্তৃক কাউন্টার একটি তদন্তটিম গঠন করত: বেআইনী প্রক্রিয়ায় স্বঘোষিত তদন্ত কর্মকর্তা সেজে  চিকিৎসা সংক্রান্ত সাক্ষী প্রমাণ আলামত নষ্ট করার ঘৃন্য চক্রান্তের প্রতিবাদে এবং পরিকল্পিত গুজব তকমা দ্বারা উদ্দেশ্যমূলকভাবে মানহানী ঘটানোর পাশাপাশি সাংবাদিক শিল্পী আল হেলাল ও তার পরিবারবর্গের জানমালের মারাত্মক ক্ষতিসাধনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য রাখেন আল হেলাল। আল হেলালকে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সুৃনামগঞ্জে এ ক্যাটাগরীর গুরুতর আহত জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

আল হেলাল বলেন,গত ৪ঠা আগস্ট ২০২৪ইং সুনামগঞ্জ শহরে জুলাই ছাত্র জনতার গণ অভ্যূত্থানে সংবাদ সংগ্রহকারী একজন সংবাদকর্মী হিসেবে আহত হওয়ার পর চিকিৎসা নিয়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে আবেদন করলে  সদর উপজেলা ও জেলা কমিটি যাচাই বাছাই শেষে তালিকাভূক্ত করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় আমার নাম এমআইএসভূক্ত ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সি ক্যাটাগরী তালিকায় গেজেটভূক্ত হয়। সদাশয় সরকার বাহাদুর সি ক্যাটাগরীর আহতদেরকে এককালীন আর্থিক অনুদান প্রদান করলে ১০ মে শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওয়ারিওর্স অব জুলাই আন্দোলনের নেতাকর্মী ও প্রশাসনের আমন্ত্রণে যথারীতি স্বশরীরে উপস্থিত হয়ে সভায় বক্তব্য রাখি ও আমার নামে মন্ত্রণালয় প্রদত্ত অনুদানের চেক গ্রহন করি।  এতে ঈর্ষান্বিত হয়ে সুনামগঞ্জের সাংবাদিকতায় কোন্দল গ্রুপিং এর সুযোগে আমার কয়েকজন সহকর্মী একে অপরের সহায়তায় পরষ্পর বেআইনী জনতায় মিলিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক,বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন,প্রিন্ট মিডিয়া ও অনলাইন ওয়েবপোর্টালে আমাকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তকমা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে আমার নামে গুজব ও কুৎসা রটিয়ে সমাজে আমার ভাবমূর্ত্তি নষ্ট করত: আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রশাসন ও জনগনকে ক্ষেপিয়ে উত্তেজিত করে যেকোন মূল্যে আমাকে খুন করানোর জন্য উঠেপড়ে লাগে। আমি তাৎক্ষনিকভাবে বিভিন্ন মাধ্যমে পরিবেশিত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদসহ  পরিকল্পিত গুজব সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় দৈনিক খবরপত্র,স্থানীয় দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পাশাপাশি, “পতিত স্বৈরাচারের ২ দোসর সংবাদকর্মীকে তদন্ত কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং ঐ দোসর সাংবাদিক ও তাদের সহযোগীগন কর্তৃক একতরফাভাবে গুজব ও উস্কানী সহকারে মিথ্যা বক্তৃতা বিবৃতি ও সংবাদ লিখে উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে প্রশাসনিক কর্মকর্তাদের কানভারী করাসহ নেট দুনিয়ায় অপপ্রচার করত: জানমালের ক্ষতি ও সম্মানহানী ঘটানোর দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবরে গত ১৫/০৫/২০২৫ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করি। সর্বশেষ গত ১৫/৫/২০২৫ইং রোজ বৃহস্পতিবার রাত অনুমাণ রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ শহরস্থ পূর্ববাজার জামে মসজিদ সংলগ্ন হোটেল শাহী রেষ্টুরেন্ট এর অভ্যন্তরে মাসুম হেলাল আমার সাথে এক লক্ষ টাকার চেকের বিষয়ে তর্কে লিপ্ত হয়। এ টাকা তাকে চাঁদা হিসেবে দিয়ে দেয়ার জন্য সে আমাকে প্রস্তাব দিলে আমি এ টাকার এক কানাকড়িও ভোগ করিনি এবং আমাকে প্রদত্ত চেকটি এখনও ব্যাংকে জমা দিয়ে ক্যাশ করিনি প্রয়োজনে এটি সকল অসচ্ছল সাংবাদিক ভাইদেরকে বিলিয়ে দেব বলে জানালে উক্ত মাসুম হেলাল আমার উপর ক্ষুব্ধ  হয়ে যেকোন মূল্যে আমাকে ভূয়া প্রমাণ করবে বলে হুমকি দেয়। পরদিন শুক্রবার আমি দেখতে পাই কাঁদানে গ্যাসের ফলে আমার চোখের চিকিৎসাস্থল সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের প্রোপাইটর,ডাক্তার ও স্টাফদের ভূল বুঝিয়ে ভয় দেখিয়ে ইচ্ছেমত শিখিয়ে বুঝিয়ে মনগড়া ভিডিও বক্তব্য রেকর্ড করত: বাংলাভিশন টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে সম্প্রচার ও পরিবেশনসহ উদ্দেশ্যমূলক একতরফা বানোয়াট ভিত্তিহীন নেতিবাচক  সংবাদ  প্রকাশ করেছে। অথচ এক্ষেত্রে আমাকে আত্মপক্ষ সমর্থন করে আমার কোন বক্তব্য নেয়ার প্রয়োজন মনে করেনি মাসুম হেলাল। একটি সরকারী তদন্তাধীন বিষয় নিয়ে তদন্তের আগেই এ ধরনের ডকুমেন্টারী তৈরী,আমার সাক্ষীদেরকে হুমকি দিয়ে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার এখতিয়ার জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কোন তদন্ত কর্মকর্তা তাকে প্রদান করেননি।
মাসুম হেলাল নিজে নিজে স্বঘোষিত তদন্ত কর্মকর্তা সেজে ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদনূর আহমদসহ আরোও কয়েকজন সহকর্মীদের নিয়ে মনগড়া তদন্ত কমিটি গঠন করে আমার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সরকারী তদন্তাধীন কমিটিকে পাশ কাটিয়ে তার ইচ্ছেমত তদন্ত করেছে এবং ব্যক্তিগত মনগড়া মতামত ও যুক্তি দাড় করিয়েছে। তার এহেন অপতৎপরতায় সাক্ষী প্রমান বিনষ্ট করাসহ আমার সম্মানহানী হয়েছে এবং প্রাণহানীর আশংকা রয়েছে।
শাহী রেস্টুরেন্ট এর ভিডিও ফুটেজ সংগ্রহ করত: মাসুম হেলালের চাঁদাবাজীর সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান আল হেলাল।

উল্লেখ্য যে, উক্ত মাসুম হেলালের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কাছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৪৭৮ নং গেজেটভূক্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৯৮৬৫ নং এমআইএসভূক্ত স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহত এ ক্যাটাগরীর জুলাই যুদ্ধা মোঃ জহুর আলীর স্ত্রী সুমনা আক্তার মারুফার দায়েরকৃত একটি চাঁদাবাজীর অভিযোগও তদন্তাধীন রয়েছে।
জেলা প্রশাসকের কাছে সুনামগঞ্জ সার্কিট হাউজে যারা অভিযোগ উত্থাপন করেছে তাদের একটি অভিযোগেরও কোন সত্যতা নেই চ্যালেঞ্জ করে আল হেলাল বলেন,একজন ভূইফোড় সংবাদকর্মী বলেছেন আমি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত সেজে তৎকালীন সরকারের কাছ থেকে অনুদান নিয়েছি। অথচ বাস্তবে গ্রেনেড হামলায় হতাহতদের মধ্যে আমার কোন নাম তালিকা নেই। যারা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বা আওয়ামী লীগের তকমা দিয়েছেন তারা জীবনেও প্রমাণ করতে পারবেননা আমি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বা কোন অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুমোদিত কমিটিতে আছি বা ছিলাম। আমি বরাবরই বলে আসছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি হারিকেন প্রতীকে সুনামগঞ্জ ৪ আসনে বাংলাদেশ মুসলিম লীগের এমপি ক্যান্ডিডেট ছিলাম। জুলাই বিপ্লবের পূর্ব থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাথে সম্পৃক্ত আছি। আন্দোলন চলাকালে আমি টিয়ারগ্যাস সেলে চোখেমুখে ও ডান হাতের কব্জীতে লাঠিচার্জে আহত হই। চোখের জন্য একজন ডাক্তার এবং কব্জীর জখমের জন্য আরেকজন চিকিৎসকের কাছে চিকিৎসা নেই।
গত ১১/০৫/২০২৫ইং রোজ রবিবার বিকেল সাড়ে ৫ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনের মত বিনিময় সভায় প্রদত্ত বক্তব্য এবং পরবর্তীতে যে বা যারাই আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক সংবাদের দ্বারা অভিযোগ প্রস্তুত করেছেন তারা কেউই অভিযোগ প্রেক্ষিতে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি উল্লেখ করে আল হেলাল বলেন,প্রতিপক্ষ সাংবাদিকদের এ ধরনের সাংবাদিকতা যেমন কখনও দায়িত্বশীল সাংবাদিকতার আওতায় পড়েনা তেমনি এ ধরনের নেতিবাচক কর্মকান্ড প্রেস কাউন্সিল প্রণীত আচরন বিধিমালার পরিপন্থী।

গুজব ও উস্কানীমূলক সংবাদের দ্বারা জনমনে বিভ্রান্তি ঘটিয়ে কারো সম্মানহানী করা সম্পূর্ণ আইন বিরোধী। আল হেলাল বলেন,আমি বরাবরই সুনামগঞ্জের সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পক্ষপাতি ছিলাম আছি এবং থাকবো। যারা ঐক্যের বিরুদ্ধে কোন্দল গ্রুপিং লবিং সৃষ্টি করে ফায়দা হাছিল করতে চায় তাদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমার লড়াই চলবে।
সিলেট ও সুনামগঞ্জ থেকে নানাভাবে বিভিন্ন ফেইসবুক আইডি দিয়ে এবং অনলাইন ওয়েবপোর্টাল,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় একটি চিহ্নিত সিন্ডিকেট তার বিরুদ্ধে বিষোদগারে লিপ্ত হয়েছে উল্লেখ করে আল হেলাল বলেন,আমরা প্রাথমিকভাবে ৪/৫ জন গুজব রটনাকারীদের চিহ্নিত করেছি। আশা করছি তদন্ত কমিটি কোন ধরনের গুজব ও উস্কানীতে কান দেবেননা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অন্যথায় আমি আইনের আশ্রয় নেব।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #


--- ---

সুনামগঞ্জ এর আরও খবর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার
ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: মিলন ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: মিলন
সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি
সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত  বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ ! সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ !
সুনামগঞ্জে স্থানীয় গণদাবী পূরণে এনসিপির উদ্যোগে মানববন্ধন সুনামগঞ্জে স্থানীয় গণদাবী পূরণে এনসিপির উদ্যোগে মানববন্ধন

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---
শিবগঞ্জে পুকুর পাহারাদারকে হত্যা
বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন ট্রাইব্যুনাল
সচিবালয়ের নতুন ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দস্যু বাহিনীর দুই সহযোগি আটক
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০
নাফিস সরাফাত ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সংঘর্ষ, নিহত ১
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ : চার বন্দরে ২ নম্বর সংকেত