

শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » আইন আদালত » সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২৭১
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২৭১
বজ্রকণ্ঠ :::
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৮ জন আসামির পাশাপাশি অন্যান্য ঘটনায় এক হাজার ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য ঘটনায় এক হাজার ১৫৩ জন। সব মিলিয়ে ২২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বিষয়: #অভিযান #গ্রেপ্তার #পুলিশ #বিশেষ #সারাদেশে