

বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » যাপিত জীবনের গল্প
যাপিত জীবনের গল্প
বিপুল চন্দ্র রায়
জীবন প্রবন্ধে প্রেমের ইতিহাস সবাই গড়তে চায়,
সবাই ভালোবাসতে চায়, ভালো রাখতে চায়,
সংসার করতে চায়, সংসার গড়তে চায়।
তবে এটা সত্য যে সংসার মানেই সুখ-দুঃখ, হাসি-কান্না,
সংসার মানেই একে অপরের জেনে শুনে
অগ্নি সাক্ষী করে সাত পাকে বেঁধে
যেখানে সারা জীবন একেসাথে থাকার চুক্তি।
অথচ কয়েক দিন যেতে না যেতেই বিচ্ছেদের সুর
হৃদয় পিঞ্জিরায় মস্ত বড় তালা ঝুলিয়ে
ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়ে
অবশেষে প্রেস বিজ্ঞপ্তি
তাঁরা বিবৃতি দিলো সংসার মানেই
মানসিক শারীরিক অত্যাচার,আবার ব্যক্তি স্বাধীনতা নেই।
এই প্রজন্মের কাছে প্রশ্ন থেকে যায়
আগের প্রজন্মের মানুষেরা কী সংসার করেনি?
আজ কাল হচ্ছেটা কী একটুতেই বিচ্ছেদ? এর কারণ কী ?
এর ব্যাখ্যা কী? ব্যাখ্যা বিচার বিশ্লেষণ করতে করতে
কবি আজও একাকী। সর্বশেষ কবি জানিয়ে দিলেন
বিচ্ছেদে কোন সমাধান নয় বরং একে অপরকে আকড়ে ধরে
সংসার করার নামই জীবনে প্রেম ভালোবাসা।
বিষয়: #গল্প #জীবন #যাপিত
