সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » অর্থই বল
অর্থই বল
মোহাম্মদ অহিদুল ইসলাম
![]()
অর্থ হল বল রে ভাই
অর্থ হল অবিচল
অর্থ ছাড়া বলহীন
সবই যেন রসাতল।
অর্থ হলো সম্মানের
যার আছে কারিকারি
অর্থ ছাড়া সম্মানহীন
সবাই দেয় ঝাঁটার বাড়ি।
অর্থ হলে অনুষ্ঠানের
প্রধানের ভাষণ
অর্থ ছাড়া অনুষ্ঠানে
শ্রোতার আসন।
অর্থ নেই প্রেমিকার
প্রেম পাওয়া দায়
অর্থ ছাড়া বউয়ের কি
প্রেম পাওয়া যায়।
অর্থ হলে সমাজসেবক
ভালো মানুষ হয়।
অর্থ ছাড়া কুলাঙ্গার
ভাদাইমা হয়।
অর্থ আছে সব আছে
সবকিছু তার
অর্থ ছাড়া কোন কিছু
পাওয়া বড় ভাড়।
জন্ম মৃত্যু সব জায়গায়
অর্থের খেলা
অর্থ ছাড়া এই দুনিয়ায়
কাটে না তো বেলা
বিষয়: #অর্থই #বল




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
