

সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ডা. আব্দুর রহমানের স্মরণে দারুল উম্মাহ জামে মসজিদে আলোচনা সভা ও দোয়ার মাহফিল
ডা. আব্দুর রহমানের স্মরণে দারুল উম্মাহ জামে মসজিদে আলোচনা সভা ও দোয়ার মাহফিল
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া :::
ইস্ট লন্ডনের দারুল উম্মাহ জামে মসজিদে গত রবিবার সন্ধ্যা ৬টায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. আব্দুর রহমানের স্মরণে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছোট ভাই ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শাহীদ আলী, ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক ওয়ালিউর রহমান এবং তাঁর নাতিরা।
বক্তারা বলেন, ডা. আব্দুর রহমান ছিলেন একজন আদর্শ অভিভাবক ও পরিপূর্ণ মানুষ। তাঁর অনুপ্রেরণায় পরিবারের একাধিক সদস্য চিকিৎসা পেশায় যুক্ত হয়ে একটি ‘ডাক্তার পরিবার’-এ পরিণত হয়েছে।
তারা আরও বলেন, তিনি শুধু পরিবারের জন্য নয়, পুরো কমিউনিটির জন্য ছিলেন একজন আলোকবর্তিকা। দারুল উম্মাহ জামে মসজিদসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগে তার নিঃস্বার্থ অবদান কমিউনিটির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
তার ধর্মনিষ্ঠ জীবন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং তাহাজ্জুদের অভ্যাস উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ চৌধুরী, মাওলানা মওদুদ হাসান ও মাওলানা হাসান বান্না। তারা ডা. রহমানের রূহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের উঁচু মর্যাদা লাভের জন্য দোয়া করেন।
প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার ছাতক থানার বদিরগাঁও গ্রামের সন্তান ডা. আব্দুর রহমান ১৯৭৫ সালের পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং পরবর্তীতে সুয়ানসি মেডিকেল হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। সেবা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
গত বৃহস্পতিবার বিকাল ৩:২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে ও তিন ভাই রেখে গেছেন।
এই আয়োজন প্রমাণ করে – প্রবাসে থেকেও একজন মানুষ কীভাবে তার সমাজ ও দেশের জন্য ভালোবাসা রেখে যেতে পারেন। সম্মান ও কৃতজ্ঞতায় আজও তিনি স্মরণীয়।
বিষয়: #আব্দুর #আলোচনা #উম্মাহ #জামে #দারুল #দোয়া #মসজিদ #মাহফিল #রহমান #সভা #স্মরণ
