

বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » বাটা ২০২৪ সালের জন্য ৪৪৫% নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে
বাটা ২০২৪ সালের জন্য ৪৪৫% নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে
বজ্রকণ্ঠ সংবাদ ::
বাটা ২০২৪ সালের জন্য ৪৪৫% নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে
[ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫] বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের একটি সভা ২২ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৪ সালের জন্য ১০৫% চূড়ান্ত লভ্যাংশ প্রস্তাব করা হয়। এর আগে ঘোষিত ৩৪০% অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ মোট নগদ লভ্যাংশ দাঁড়ায় ৪৪৫%। এই লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডারদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা আগামী ২৬ জুন ২০২৫ অনুষ্ঠিত হবে।
পরিচালনা পর্ষদের এই সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীও পর্যালোচনা করা হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৪-এ শেষ হওয়া অর্থবছরে বাটা ২০২৩ সালের টার্নওভারের ৯৪% অর্জন করেছে, যা প্রতিকূল পরিস্থিতিতেও কোম্পানির দৃঢ়তা ও স্থিতিশীলতা প্রকাশ করে।
গত বছর গ্রাহকদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় কারণে গ্রাহকরা ব্যয় কমিয়ে আনতে বাধ্য হয়। ফলে, গ্রাহক পর্যায়ে ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এছাড়া, দেশব্যাপী অস্থিরতা ও সহিংসতা ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে গত বছরের তৃতীয় প্রান্তিকের বিভিন্ন সময়ে বাটার প্রায় ৫০% দোকান বন্ধ ছিল।
এই সকল চ্যালেঞ্জ সত্ত্বেও, বাটা এর অপারেশনাল দক্ষতা ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নিজেদের প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। গ্রাহকদের আস্থার ওপর ভিত্তি করে অনিশ্চয়তা কাটিয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী এই প্রতিষ্ঠানটি।
বিষয়: #জন্য #নগদ #প্রস্তাব #বাটা #লভ্যাংশ #সাল #২০২৪