রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে
বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
বিএনপি ও গণঅভ্যুত্থানে সম্পৃক্ত রাজনৈতিক দল সমূহ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে পরস্পর বিভেদ কমিয়ে সমঝোতায় না পৌঁছালে সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচনসহ সবকিছুতেই অনিশ্চয়তা সৃষ্টি হবে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শনিবার (১৯ এপ্রিল) দলের নিয়মিত জাতীয় নির্বাহী কাউন্সিলের সভায় সূচনা বক্তব্যকালে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ উদ্বেগের কথা জানান।
এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, জাতীয় নির্বাচন ও দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, জাহাঙ্গীর কাসেম, নাজমুল হক, দিদারুল আলম ও হেলাল উদ্দিন।
সভাপতির বক্তব্যে মঞ্জু বলেন, বিএনপি বলছে নির্বাচনের কাট অফ টাইম চলতি বছরের ডিসেম্বর, সরকার বলছে পরবর্তী বছরের জুন আর বিভিন্ন রাজনৈতিক দলের মত হচ্ছে দৃশ্যমান সংস্কার ও বিচারের পরই নির্বাচন। এই তিন মতের মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতাপূর্বক একটি গ্রহণযোগ্য ঐকমত্যে না পৌঁছালে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হবে তা দেশের জন্য কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না।
তিনি বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারে, লোড শেডিং সহনীয় মাত্রায় রাখে এবং অর্থনীতিতে দৃশ্যমান অগ্রগতি ঘটাতে পারে তাহলে রাজনীতির বাইরে সরকারের পক্ষে একটা জনমত তৈরি হয়ে যেতে পারে। রাজনৈতিক পক্ষ আর অরাজনৈতিক পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেলে সেটা কারও জন্য শুভ ফল বয়ে আনবে না।
সভায় সারাদেশের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা। অর্থনৈতিক আয় ব্যয়ের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) আমিনুল ইসলাম এফসিএ।
জাতীয় নির্বাহী পরিষদের নিয়মিত সভায় পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়: #অনিশ্চয়তা #কমিয়ে #তৈরি #না এলে #বিভেদ #সবকিছুতেই #সমঝোতায় #হবে




প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়
জুলাই সনদের ৫ম দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিন আহমদের
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি
চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না: ফখরুল
ধর্ষণ কাণ্ডে নীরবতা ও হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে এনসিপি নেতার পদত্যাগ
সুনামগঞ্জে বিএনপির কারা নির্যাতিত জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন
সুনামগঞ্জে গৌরারং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মছরু সভাপতি মিনারুল সম্পাদক নির্বাচিত
শিক্ষাঙ্গনের রাজনীতি জাতীয় রাজনীতির পোস্টমর্টেম: সালাহউদ্দিন
জামায়াত ’৭১ এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে আপস করব না: ফজলুর রহমান
হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে: রিজভী
