 
       
  শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আশুগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ৪ দিন পর মামলা নিল পুলিশ
আশুগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ৪ দিন পর মামলা নিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক :::

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি সাংবাদিক ইসহাক সুমনের ওপর হামলার ঘটনার ৪ দিন পর ৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে আশুগঞ্জ থানায় সাংবাদিক ইসহাক সুমন নিজেই বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।
মামলার আসামীরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিলু মিয়ার ছেলে আরিফ মিয়া, আতাবউল্লাহ মিয়ার ছেলে সালাউদ্দিন, হিরু মিয়ার ছেলে আরিফ মিয়া, ও লালু মিয়া, কুদ্দুস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ও কামাল মিয়া, লীল মিয়ার ছেলে মিলন মিয়া ও জীবন মিয়া, শফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দূর্গাপুরে পূর্ববিরোধের জের ধরে ২৭ মার্চ দুই গোষ্ঠীর মারামারি হলে ৬ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এসব ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ৭ এপ্রিল বিকালে দূর্গাপুরে গিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলার সময় বিনা উসকানিতে কিছু লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়।
এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হলে রক্তাক্ত জখম হয়। এসময় পুরো শরীরে লোহার রড দিয়ে আঘাত করে জখম করা হয় সুমনকে।তার সাথে থাকা ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় আসামীরা। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা হুমকি দিয়ে চলে যায়।
এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. বিল্লাল হোসেন বলেন, বাদির টাইপ করা এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
বিষয়: #আশুগঞ্জ #ওপর #দিন #নিল #পর #পুলিশ #মামলা #সাংবাদিক #হামলা
 

 
       
       
      



 নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল
    নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল     শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি
    শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি     সিলেটে বাসার ছাদে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
    সিলেটে বাসার ছাদে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ     গণপিটুনিতে হত্যা চলছেই, বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু
    গণপিটুনিতে হত্যা চলছেই, বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু     ‘শাপলা কলি’ নয় ‘শাপলা’ চায় এনসিপি
    ‘শাপলা কলি’ নয় ‘শাপলা’ চায় এনসিপি     ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
    ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’     ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত সহস্রাধিক
    ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত সহস্রাধিক     পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৭০
    পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৭০     নির্বাচনে প্রতি কেন্দ্রে থাকবে ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে প্রতি কেন্দ্রে থাকবে ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা     সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
    সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 