 
       
  শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রংপুর » বিরামপুরে সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে
বিরামপুরে সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে
হিলি, দিনাজপুর, নিজস্ব প্রতিবেদক :::

দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুলের (৫৫) বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত, মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুল বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামপাড়া মহল্লার মৃত আমির উদ্দিনের ছেলে। তিনি জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
অপর দিকে অভিযোগকারী সাংবাদিক জাকিরুল ইসলাম (৩২) দৈনিক নয়া দিগন্ত ও সকালের সময়ের বিরামপুর উপজেলা প্রতিনিধি।
থানায় লিখিত অভিযোগ ও সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুল সাংবাদিকের প্রতিবেশী। সাংবাদিক তার ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। পরবর্তীতে ওই বসতবাড়ির সীমানা নিয়ে জাকিরুল ইসলাম সাংবাদিকের সঙ্গে জাতীয় পার্টি নেতা মোস্তাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান একাধিকবার ওই বসতবাড়ির সীমানাপ্রাচীর সংলগ্ন জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টা করেন।
বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে জাতীয় পার্টির নেতা ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ওই সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীরটি ভেঙে দেন। সীমানাপ্রাচীর থেকে সাংবাদিকের বাড়ির অভ্যন্তর অংশে জোরপূর্বক একটি পৃথক সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন।
পরে, সাংবাদিক জাকিরুল ইসলাম তার বসতবাড়ির জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ কাজে বাঁধা দিলে জাতীয় পার্টির ওই নেতা তাকে মারধর করেন এবং মাটিতে ফেলে দেন। এ সময় সাংবাদিকের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে আসলে মোস্তাফিজুর রহমান তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এছাড়া, সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ কাজে ওই সাংবাদিক কোনো ধরনের বাধা দিলে তাকে ও তার পরিবারকে দেখে নেয়ার হুমকি দেন জাতীয় পার্টির ওই নেতা।
এবিষয়ে জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুলের বক্তব্য নেয়ার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেয়ার ঘটনায় এক সাংবাদিক গত বৃহস্পতিবার রাতে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের জন্য শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। তদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আর এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম ওরফে মামুনের সঙ্গে কথা বলার জন্য সাংবাদিককে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান থানার ওসি।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল সকালে জাতীয় পার্টি নেতা মোস্তাফিজুর রহমান সেখানে জোরপূর্বক সীমানা প্রাচীর দেয়ার চেষ্টা করেন। পরে, ওইদিন দুপুরে ওই সাংবাদিক এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুজহাত তাসনীমের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে, ইউএনও পৌরসভার নকশাকার মো. মনিরুজ্জামানকে অভিযোগ তদন্তের জন্য পাঠান। নকশাকার ঘটনাস্থলে দু’পক্ষের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। কিন্তু সে সময় জাতীয় পার্টির ওই নেতা মীমাংসায় রাজি হননি বলে জানা গেছে।
বিষয়: #অভিযোগ #জাতীয় #দেওয়ার #নেতার #পার্টি #প্রাচী #বাড়ি #বিরামপুর #বিরুদ্ধে #ভেঙে #সাংবাদিক #সীমানা
 

 
       
       
      



 ফুলবাড়ীতে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
    ফুলবাড়ীতে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     ফুলবাড়ীতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ডা.আব্দুল আহাদ
    ফুলবাড়ীতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ডা.আব্দুল আহাদ     ফুলবাড়ী এসিল্যান্ডকে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান
    ফুলবাড়ী এসিল্যান্ডকে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান     ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ
    ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ     ফুলবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
    ফুলবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত     দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় কন্যাশিশু  দিবস পালিত
    দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় কন্যাশিশু  দিবস পালিত     ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ
    ফুলবাড়ীতে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ     পঞ্চগড়ে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষকের কারাদণ্ড
    পঞ্চগড়ে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষকের কারাদণ্ড     ফুলবাড়িতে ভিডব্লিউবি এর চাল বিতরণ অনুষ্ঠিত
    ফুলবাড়িতে ভিডব্লিউবি এর চাল বিতরণ অনুষ্ঠিত     দিনাজপুরের ফুলবাড়িতে খাদ্যবান্ধব সহায়তা কর্মসূচি’র চাল বিতরণ
    দিনাজপুরের ফুলবাড়িতে খাদ্যবান্ধব সহায়তা কর্মসূচি’র চাল বিতরণ     
 
 
 
 
 
 
   
  
  
  
  
  
  
  
  
  
 