শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » বর্ণবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠ আনসার আহমেদ উল্লার পিএইচডি অর্জনে নাগরিক সংবর্ধনা
বর্ণবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠ আনসার আহমেদ উল্লার পিএইচডি অর্জনে নাগরিক সংবর্ধনা
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
![]()
বিলেতে বসবাসরত বাঙালি কমিউনিটির জন্য বৃহস্পতিবার দুপুর ছিল গর্ব, আবেগ ও অনুপ্রেরণায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত। বর্ণবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধবিরোধী আন্দোলনের অকুতোভয় কণ্ঠস্বর, রাজপথের নির্ভীক সহযোদ্ধা ও গণমাধ্যমের দায়িত্বশীল কর্মী আনসার আহমেদ উল্লা–এর পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।
সিটি অব লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ডহল ওয়েস্ট উইংয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে জুড়ে ছিল সম্মান, ভালোবাসা এবং আনসার আহমেদ উল্লার দীর্ঘ সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। বক্তারা বলেন, তাঁর এই একাডেমিক অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি প্রবাসী বাঙালি কমিউনিটির চিন্তাশীল চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতার প্রতীক।
বক্তব্যে তারা আরও উল্লেখ করেন, যিনি দীর্ঘদিন ধরে বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন এবং যুদ্ধাপরাধের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন—তাঁর এই গবেষণালব্ধ অর্জন আন্দোলনকে দিয়েছে আরও দৃঢ় বৌদ্ধিক ভিত্তি।
সংবর্ধনা অনুষ্ঠানে সহযোদ্ধা, সহকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা বলেন, আনসার আহমেদ উল্লা প্রমাণ করেছেন—জ্ঞান ও সংগ্রাম কখনো আলাদা পথ নয়। গণমাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণায় নিষ্ঠা, সমাজচিন্তায় গভীরতা এবং মানবিক মূল্যবোধে অবিচলতা—এই তিনের সমন্বয়ই তাঁকে করেছে আলাদা ও অনন্য।
নিজের বক্তব্যে আনসার আহমেদ উল্লা এই সম্মানকে ব্যক্তিগত গণ্ডির বাইরে পুরো কমিউনিটির অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ভালোবাসা ও স্বীকৃতি তাঁকে ভবিষ্যতেও সত্য, ন্যায় এবং মানবিকতার পক্ষে আরও দৃঢ়ভাবে কাজ করে যাওয়ার প্রেরণা জোগাবে।
করতালি, ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় এই নাগরিক সংবর্ধনা। প্রবাসে থেকেও শেকড়, ইতিহাস ও মানবিক দায়বদ্ধতার প্রতি অবিচল থাকার যে দৃষ্টান্ত আনসার আহমেদ উল্লা স্থাপন করেছেন—এই সংবর্ধনা ছিল তারই সম্মিলিত স্বীকৃতি।
প্রবীণ কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুক–এর সভাপতিত্বে এবং কাউন্সিলর অজন্তা দেব রায়–এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলম্যান শাহনান বখত।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাবেক কাউন্সিলার রাজন উদ্দিন জালাল, কুইন মেরি ইউনিভার্সিটির অধ্যাপক ও পিএইচডি সুপারভাইজার আলেস্টার ওয়েন, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলির সাবেক সদস্য মুরাদ কোরেশী, আনসার আহমেদ উল্লার শাশুড়ি হোসনা মতিন, টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলার নুর উদ্দিন আহমেদ, জামাল আহমেদ খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট পারভেজ কোরেশী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের বশির আহমেদ, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও আবু মুসা হাসান, লোকমান হোসেইন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, আনসার আহমেদ উল্লার স্বজন জায়েদ আলী খুশনু, লুটন বরা কাউন্সিল অফিসার সহির উদ্দিন মিন্টু, লুটন বাংলাদেশ ইয়ুথ লীগের সংগঠক ইরাক চৌধুরী, লুটন কাউন্সিলর তাহির খান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেইন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল বশির, লর্ড মেয়র অফিসের জেসমিন চৌধুরী, সামিরুন চৌধুরী, নাজমা হোসেইন, হামিদা ইদ্রিস, সাংবাদিক আব্দুল মোমিন, সুয়েজ মিয়া ও সৈয়দ আনাস পাশাসহ আরও অনেকে।
বিষয়: #অর্জন #আনসার #আহমেদ #উল্লা #কণ্ঠ #নাগরিক #পিএইচডি #বর্ণবাদবিরোধী #বলিষ্ঠ #সংবর্ধনা




বৃটেনের লুটনে ইউনিটি অব মৌলভীবাজার এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত।
কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
ব্রঙ্কসে সাংবাদিক মনোয়ারুল ইসলাম কে কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।
ইউনুসের শাসনামলে বাংলাদেশে বেড়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড আল জাজিরার প্রতিবেদন
“বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন,, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সেক্রেটারি নির্বাচিত
