শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ৩০০ বিপজ্জনক অ্যাপ সরিয়ে নিলো গুগল
৩০০ বিপজ্জনক অ্যাপ সরিয়ে নিলো গুগল
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
![]()
গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে।
এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে অসংখ্য অ্যাপ সরিয়ে নিয়েছে, তা ক্ষতিকর বুঝতে পেরে। সম্প্রতি গুগল প্লে স্টোর ৩০০টিরও বেশি অ্যাপ সরিয়ে নিয়েছে। তথ্য চুরি অভিযোগ উঠেছে এসব অ্যাপের বিরুদ্ধে। ব্যবহারকারীদের থেকে তথ্য চুরি করছিল এই অ্যাপগুলো।
অ্যাপগুলো অ্যান্ড্রয়েড ১৩-র নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোকে বাইপাস করে ব্যবহারকারীর তথ্য চুরি করে চলছিল। এই অ্যাপগুলো মোট ৬ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
আইএএস ল্যাবের রিপোর্ট বলছে যে ১৮০টি অ্যাপ উপলব্ধ, যেগুলো ২০ কোটি জাল বিজ্ঞাপনের অনুরোধ পাঠিয়েছে ব্যবহারকারীদের। পরে অনুসন্ধানে দেখা গিয়েছে এই অ্যাপের সংখ্যা রয়েছে ৩৩১টি। এই অ্যাপগুলো বিজ্ঞাপন দেখিয়ে ব্যবহারকারীদের থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে নিত। ফিশিং হানার মাধ্যমে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার চেষ্টা করেছিল এই অ্যাপগুলো।
এই অ্যাপগুলো ফোনে নিজেদের তথ্য লুকিয়ে রাখতে পারে। এমনকি এই অ্যাপগুলো নিজেদের নাম বদলে নিয়েছিল। ব্যবহারকারীর ইন্টার্যাকশন ছাড়াই চালু হয়েছিল এই অ্যাপগুলো। আর ব্যাকগ্রাউন্ডে চালু থাকত সবসময় এই ধরনের অ্যাপগুলো।
এর মধ্যে কিছু ফুলস্ক্রিন বিজ্ঞাপন দেখায়, অ্যান্ড্রয়েড ব্যাক বাটন বা জেসচার নিষ্ক্রিয় করতে পারে। ট্র্যাকিং অ্যাপ, হেলথ অ্যাপ, ওয়ালপেপার, কিউআর কোড স্ক্যানারের মত ইউটিলিটি অ্যাপের সঙ্গে এগুলি জুড়ে থাকে। এগুলো ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এই অ্যাপের ডেভেলপারসরা অ্যাপে জুড়ে দিতেন অতিরিক্ত ফাংশনালিটি, রিপোর্ট পাওয়ার পরে পরেই এই সব অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিষয়: #অ্যাপ #গুগল #নিলো #সরিয়ে #৩০০ বিপজ্জনক




অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
ইলেকট্রিক মোবিলিটির নতুন দিগন্ত নিয়ে এসেছে আপগ্রেডেড বিওয়াইডি অ্যাটো ৩
সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা
নতুন প্রজন্মের গেমারদের জন্য আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি ফোন
