মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নেত্রকোণায় পুলিশ সদস্যের আত্মহত্যা
নেত্রকোণায় পুলিশ সদস্যের আত্মহত্যা
নেত্রকোণায় রুবেল মিয়া নামে এক পুলিশ সদস্য অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১০ জুন) বিকেলে ময়মনসিংহের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রবিবার (৯ জুন) রাতে থানার ব্যারাকে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হয়।
এর আগে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দ্য এন্ড’ লিখে পোস্ট দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফুর রহমান।
রুবেল মিয়া (২৮) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে। তিনি স্ত্রী জেসমিন আক্তার ও দুই সন্তান নিয়ে নেত্রকোণা শহরের কোর্ট স্টেশন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত সপ্তাহে স্ত্রী ও সন্তানরা বাড়িতে চলে যাওয়ার পর থেকে থানা ব্যারাকে থাকতেন তিনি।
পুলিশ জানায়, কনস্টেবল রুবেল মিয়া প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রবিবার রাত সাড়ে ৮টার দিকে থানার মেসে রাতের খাবার খান। এরপর ফেসবুক আইডিতে ‘দ্য এন্ড’ লিখে স্ট্যাটাস দেন তিনি। এটি রাত ১২টার দিকে তার ছোট ভাই দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে জানান। এরপর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানান। পরে রুবেল মিয়াকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়। রুবেলের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নেত্রকোণা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান (ডিএসবি) বলেন, ‘কনস্টেবল রুবেল মিয়া প্রায় আট বছর আগে পুলিশে যোগদান করেন। দেড় বছর ধরে নেত্রকোণা সদর থানায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করায় তার মৃত্যু হয়েছে।’
বিষয়: #নেত্রকোণা




রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর অন্যায্য সাজা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
“বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপিত
সুনামগঞ্জ ২ আসনে শিশির মনিরকে ঠেকাতে ঐক্যবদ্ধ হলেন বিএনপির দুই এমপি
মৌলভীবাজারে আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রে ফ তা র
ডেভিল হান্ট-২: সিলেটে যুবলীগ ও ছাত্রলীগের দুই ভাই গ্রে ফ তা র
বিশেষ অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার
