বুধবার ● ২৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » খুলনা » মোংলায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত নৌবাহিনীর যুদ্ধজাহাজ “ধলেশ্বরী “
মোংলায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত নৌবাহিনীর যুদ্ধজাহাজ “ধলেশ্বরী “
মনির হোসেন, মোংলা
![]()
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা “ধলেশ্বরী”। ২৬ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাহাজ দেখার জন্য মোংলার নৌবাহিনী ঘাঁটিতে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। নৌবাহিনীর নির্দেশনা মেনে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করে নানা ধরনের যুদ্ধ সরঞ্জাম ঘুরে দেখেন। এসময় নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা দর্শনার্থীদের তাদের দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
এসময় জাহাজ পরিদর্শন করেন শত শত দর্শনার্থী। নানা বয়সী মানুষ বিশেষ করে নারী, পুরুষ আর কিশোররা যুদ্ধজাহাজ দেখে খুশি হন। নতুন সাহস, নতুন প্রেরণা বুকে নিয়ে ঘরে ফেরেন তারা। মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।
মোংলার পৌরসভার শেলাবুনিয়া গ্রাম থেকে জাহাজ দেখতে আসা দীপা বিশ্বাস বলেন, আজকে যুদ্ধজাহাজ ঘুরে দেখে মনে হল আমাদের নৌবাহিনীর সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে আসা মানে নতুন অভিজ্ঞতা অর্জন করা। কালিকাবাড়ি থেকে মোংলা নেভাল জেটিতে এসে যুদ্ধজাহাজ দেখার পর সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি তুলে ধরলেন তমা মন্ডল বর্ষা। তিনি জানালেন, দেশটা যে অনেক দূর এগিয়ে গেছে সেটা আজ নৌবাহিনীর জাহাজের কার্যক্রম স্বচক্ষে দেখে অনুভব করতে পারছি। আমাদের নৌবাহিনী বিশাল একটা অংশ জুড়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
বিষয়: #দর্শনার্থী #ধলেশ্বরী #নৌবাহিনীর #পদচারনায় #মুখরিত #মোংলা #যুদ্ধজাহাজ




কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
