বুধবার ● ২৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » সাহিত্য ডাইরি » বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা
বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা
নিজস্ব প্রতিবেদন:
![]()
বাংলার শব্দচাষী সাহিত্য পত্রিকার আয়োজনে ঢাকার সাভারে কবির নিজ বাসায় মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। শাকিল হকের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় অতিথি ছিলেন নাজমুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল হক।তিন বলেন, সাহিত্য কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়।এই রকম সাহিত্য আড্ডার আয়োজন প্রতিমাসে করার আহ্বান জানান তিনি।সাহিত্য আড্ডায় আরও অংশ নেন নিপুণ চন্দ্র রায়, প্রদীপ কুমার, সেলিম , লিটন চন্দ্র রায়, রুমি আক্তার, সালমা খাতুন, সানজিদা খাতুন, সুমি ইসলাম, সজীব,অনিল চন্দ্র। সাহিত্য আড্ডায় মহান স্বাধীনতা দিবসের উপর আলোচনা ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক কবি-লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করা হয়। বাংলার শব্দচাষী সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কবি লেখক বিপুল চন্দ্র রায় বলেন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আরো বলেন কবি, লেখক, সাংবাদিক, নাট্যকার, গীতিকার আমরা একে অন্যের নিকটজন। সাহিত্য এক ধরনের আত্মীয়তার সম্পর্ক তৈরি করে। আমি মনে করি, এ সাহিত্য আড্ডায় আমাদের চিন্তার আদান-প্রদান যেমন থাকে, তেমনি নতুন লেখা পাঠ, তার বিচার-বিশ্নেষণ কবির লেখাকে পরিপুষ্ট করে তোলে। বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডায় আজ যারা এসেছেন সবাইকে আমার কৃতজ্ঞতা। সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা । সবশেষে কবিদের কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিষয়: #আড্ডা #বাংলার #শব্দচাষী #সাহিত্য




ছড়াকার মিলু কাসেম: সিলেটের সাহিত্য-সংস্কৃতির উজ্জ্বল এক নক্ষত্রের বিদায়
বিশ্বনাথে সাহিত্যচর্চা ও সমাজসেবায় অনন্য মিজানুর রহমান মিজান!
ড. মুমিনুল হক একাডেমির নতুন কমিটির আত্বপ্রকাশ।
‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ
এক্সিবিশন এবং বই প্রকাশনীর মাধ্যমে শেষ হচ্ছে “গঙ্গাবুড়ি-রিভার হেরিটেজ প্রকল্প” চলবে ২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন
প্রেম করেছো নিজের ইচ্ছায়
সে ফিরে আসবেই
একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’
