বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বানিয়াচং সড়কে বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও মিশুক গাড়ি সংঘর্ষে নিহত ১জন আহত ২।।
হবিগঞ্জের বানিয়াচং সড়কে বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও মিশুক গাড়ি সংঘর্ষে নিহত ১জন আহত ২।।
আকিকুর রহমান রুমন:-
![]()
হবিগঞ্জ বানিয়াচং সড়কে ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার)মহান বিজয় দিবসের দিনে ঘুরার উদ্যেশে বেরিয়ে রাস্তায় ব্যাটারি চালিত মিশুক গাড়ির সাথে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে শরীফ মিয়া(২৭)নামের ১জন নিহত ও তার সাথে থাকা আরও ২জন আহত হয়েছেন।
জানাযায়,হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামের বাসিন্দা এই ৩ যুবক।
সকালে তারা মোটরসাইকেল যোগে শহর ছেড়ে বানিয়াচংয়ে ঘুরার উদ্যেশে রওয়ানা হয়।
এবং হবিগঞ্জ শহর ছেড়ে বানিয়াচং আঞ্চলিক সড়কের আতুকুড়া নামক স্হানে সকাল আনুমানিক ১১টার দিকে পৌঁছলে ব্যাটারি চালিত একটি মিশুক গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে সাইকেল থেকে রাস্তায় সিটকে পড়েন তিন যুবক।
এবং শরীফ নামের এক যুবকের প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে ঐ এই যুবক মৃত্যুর কুলে ঢলে পড়েন।
নিহত শরীফ মিয়া(২৭)
ছোট বহুলা গ্রামের শহীদ মিয়ার পুত্র।
এ সময় রাস্তা দিয়ে চলাচলরত পথচারীগন তাদেরকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শরীফ নামের যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এবং সাথে থাকা আহত হওয়া দুই যুবক ফাহাদ ও সুহেবকে ভর্তী করে চিকিৎসা করেন।
তবে ঐ দুই যুবকও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
আহতদের অবস্হা গুরতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল বলেও সূত্রে জানাযায়।
হাসপাতাল এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যগন এসব তথ্য সূত্র নিশ্চিত করেন।।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে দূর্ঘটনায় নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতের পরিবারের সদস্যগন এখনো না আসায় পোস্টমর্টেম করানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে আহতদেরকে সিলেট নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
এব্যাপারে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।।
বিষয়: #দিন #দিবস #বানিয়াচং #বিজয় #মোটর #সড়ক #হবিগঞ্জ




দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ
মানবাধীকার অপরাধ মামলা
ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজন ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ
শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ
‘হাদির সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলেন গুলি করা দুই সন্দেহভাজন’
