বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাণীনগর » রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমংসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নানা কর্মসূচি গ্রহণ করে।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শেহাবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, রেমিট্যান্স যোদ্ধা এবারুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনজন রেমিট্যান্স যোদ্ধাকে ব্যাগ উপহার দেওয়া হয়।
এ সময় বিদেশগামী সকলকে নিজ নিজ কাজের উপর দেশেই নিজেকে দক্ষ করে তারপর বিদেশ যাবার জন্য আহ্বান জানানো হয়। নিজেকে দক্ষ করে সঠিকভাবে বিদেশ যেতে পারলে একজন প্রবাসী যেমন নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, তেমনি ভাবে সে দেশের জন্য একজন যোগ্য রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবেন। তাই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজ নিজ কাজে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষ হিসেবে গতে তোলার আহ্বান জানানো হয়।
বিষয়: #অভিবাসী #আন্তর্জাতিক #দিবস #পালিত #রাণীনগর




রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধন
রাণীনগরে সেচ্ছাসেবক দলের তিন ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন
রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ
রাণীনগরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
রাণীনগরে ৮দফা দাবিতে নার্সের প্রতিকী শাট-ডাউন, সেবা বঞ্চিত রোগীরা
রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫ টি গরু চুরি। থানায় অভিযোগ দায়ের
রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন
রাণীনগরে বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে
আত্রাইয়ে লোকালয়ে হুনুমান উৎসুক জনতার ভীড়
