বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
![]()
মহান বিজয় দিবসের মতো একটি জাতীয় ও পবিত্র দিনে সুনামগঞ্জের ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে সংঘটিত একটি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে ছাতক থানা পুলিশের কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ না থাকায় জনমনে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এই নীরবতা রহস্যজনক ও পক্ষপাতদুষ্ট আচরণের ইঙ্গিত বহন করেছে।
জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন, ছাতক ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পর্যায়ক্রমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। ওই ধারাবাহিকতায় ছাতক সেলস অফিসার্স অ্যাসোসিয়েশন শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় স্থানীয় যুবলীগ নেতা সামিউল হক সানী ছবি তোলার কথা বলে একটি ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধা নিবেদন শেষে ৩০ সেকেন্ড নীরবতা পালনের পর শেষ মুহূর্তে সামিউল হক সানী উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।
অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একজন সাবেক নেতার এমন স্লোগানকে অনেকেই সরকারের নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শ প্রচারের কৌশলগত প্রচেষ্টা হিসেবে দেখছেন।
শহীদ মিনারের মতো জাতীয় স্মৃতিসৌধে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পরও ছাতক থানা প্রশাসনের নীরবতাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও রাজনৈতিক সহিংসতা দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’সহ কঠোর অভিযান চলমান থাকলেও ছাতকে এ ঘটনায় কোনো পদক্ষেপ না নেওয়া পুলিশের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখনো পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পারেনি। অন্যদিকে, না জেনে এই বিতর্কের শিকার হওয়া ছাতক সেলস অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে চরমবিব্রতবোধ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, সরল বিশ্বাসে পুষ্পস্তবক অর্পণ করতে আসা পেশাজীবী সদস্যদের ভিডিও ধারণের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে একটি রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়: #ছাতক #বিতর্কিত #মিনার #শহীদ #স্লোগান




উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
ব্রেকিং নিউজ উসমান হাদি মারা গেছেন
হবিগঞ্জের বানিয়াচং সড়কে বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও মিশুক গাড়ি সংঘর্ষে নিহত ১জন আহত ২।।
দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ
মানবাধীকার অপরাধ মামলা
