শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » Default Category » ভিনিসিয়ুসের গোলে ব্রাজিলের নাটকীয় জয়
ভিনিসিয়ুসের গোলে ব্রাজিলের নাটকীয় জয়
ক্রীড়া ডেস্ক
![]()
বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ড্র করে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার পথে ছিল ব্রাজিল। এমন সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটের গোলে এক নাটকীয় জয় পেলো ব্রাজিল।
শুক্রবার (২১ মার্চ) সকালে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।
১৩ ম্যাচে ৬ জয়ে ২১ পয়েন্ট এখন সেলেসাওদের। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে।
কলম্বিয়ার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে জয় ছিল না ব্রাজিলের। ছিল একটি হার এবং এক ড্র। অবশেষে খরা কাটলো নাটকীয় জয়ে।
ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই। কলম্বিয়ার ১০ শটের বিপরীতে তারা নেয় ১৭ শট। ব্রাজিলের ৭টি ছিল লক্ষ্যে, কলম্বিয়ার ৩টি।
ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেই শুরু করে ব্রাজিল। ম্যাচের প্রথম মিনিট থেকেই গতিময় ও পাসিং ফুটবলে উপহার দেয় দরিভালের দল।
চতুর্থ মিনিটে রাফিনহার পাস ধরে দারুণভাবে কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। বক্সের ভেতর ভিনিকে থামাতে গিয়ে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।
পিছিয়ে পড়া কলম্বিয়া নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকবার আক্রমণে যায়। শুরুর কয়েকটি আক্রমণ তেমন কার্যকর না হলেও ৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় অতিথিরা। দারুণ এক আক্রমণ থেকে ব্রাজিলের ডিফেন্সের প্রতিরোধ ভেঙে দেয় কলম্বিয়া। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা লুইস দিয়াজ।
বিরতি থেকে ফিরে ফের আক্রমণে মনোযোগ দেয় ব্রাজিল। কলম্বিয়াও চেষ্টা করেছে এগিয়ে যেতে। তবে গোল পাচ্ছিল না কোনো দলই। ম্যাচ যখন শেষের পথে, তখন ডেডলক ভাঙেন ভিনিসিয়ুস। যোগ করা সময়ের অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্রাজিলকে নাটকীয় জয় এনে দেন রিয়াল তারকা।
বিষয়: #গোল #জয় #নাটকীয় #ব্রাজিল #ভিনিসিয়ুসে




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
