রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » হবিগঞ্জ » হবিগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৩
হবিগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৩
বজ্রকণ্ঠ সংবাদ :

হবিগঞ্জে নাহিদুল ইসলাম (৮) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন-বানিয়াচং সদরের মোহাম্মদ লাদেন, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ শাহ নূর।
অপহৃত শিশু নাহিদুল হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার মোহাম্মদ লিটনের ছেলে।
হবিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার দুপুরে শিশু নাহিদুল ইসলামকে অপহরণ করে কতিপয় দুর্বৃত্ত। তারা মুক্তিপণ বাবদ শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। বিকেলে এ ঘটনায় তার মা-বাবা সেনাক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হয়। রাত পৌনে ৯টায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী তিনজনকে গ্রেফতার করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার তিন অপহরণকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়: #অপহৃত #উদ্ধার #গ্রেফতার #বজ্রকণ্ঠ #শিশু #সংবাদ #হবিগঞ্জ




হবিগঞ্জে ধানের শীষ নিয়ে লড়বেন যারা
শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা পর হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু
হবিগঞ্জ বিজিবির কোটি টাকার মালামাল জব্দ
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও ২ ভূমি কমিশনার সহ ৪ কর্মকর্তার ১ বছরের কারাদণ্ড
হবিগঞ্জ শহরের লন্ডনীর ভাড়াটিয়া বাসায় চোরের দাঁড়ালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো বানিয়াচংয়ের এসএসসি পরীক্ষার্থী জনি দাস’র।।
সিলেটে সেনাবাহিনীর হাতে আ ট ক আওয়ামী লীগ নেতা
নবীগঞ্জের শেখরপাড়ায় দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ডাকাতি।।
মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুকের গলিত মরদেহ উদ্ধার
মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার
