শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » Default Category » কর্ণাটকে ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণের অভিযোগ
কর্ণাটকে ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণের অভিযোগ
![]()
আন্তর্জাতিক ডেস্ক::
ভারতের কর্ণাটক রাজ্যে দুই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে একজন ২৭ বছর বয়সী ইসরায়েলি নারী পর্যটক। তারা স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিন ব্যক্তির হাতে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেঙ্গালুরু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোপ্পালে একটি খালের কাছে ঘুরতে বেরিয়েছিলেন তারা। সে সময় তাদের সঙ্গে আরও তিন পুরুষ পর্যটকও ছিলেন। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং দুজন ভারতীয় নাগরিক।
নারীদের ধর্ষণের আগে ওই তিন পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়া হয়। এর মধ্যে মার্কিন নাগরিক ড্যানিয়েল এবং মহারাষ্ট্রের বাসিন্দা পঙ্কজ সাঁতরে উঠতে সক্ষম হন। কিন্তু ওড়িষ্যার বাসিন্দা বিবাশ খালে ডুবে যান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) সকালে তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে পর্যটকদের কাছ থেকে তিন বাইক আরোহী সানাপুর লেকের ধারে এসে পেট্রোল পাম্পের খোঁজ নেয়। এরপর তাদের কাছ থেকে ১০০ টাকা চায়। কিন্তু পর্যটকরা টাকা দিতে অস্বীকার করেন।
সে সময় বাইক আরোহীরা হিংস্র হয়ে যায়। পর্যটকদের হেনস্থা শুরু করে তারা। অভিযোগ উঠেছে, পর্যটক দলে থাকা পুরুষদের লেকে ফেলে দেওয়ার পর দুই নারীর ওপর যৌন নির্যাতন শুরু করে তারা। অভিযুক্তরা কন্নড় এবং তেলুগু ভাষায় কথা বলছিল। এমন পরিস্থিতিতে পর্যটক দলে থাকা দুই পুরুষ ড্যানিয়েল এবং পঙ্কজ সেখান থেকে পালিয়ে যান।
এদিকে ধর্ষণের শিকার নারীরা বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি নিশ্চিত করেছেন যে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গণধর্ষণ, ডাকাতি এবং হত্যার চেষ্টার অভিযোগসহ মামলা দায়ের করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা অভিযুক্তদের সন্ধানের জন্য ছয়টি বিশেষ দল গঠন করেছি। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত পুরোদমে চলছে।
এদিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পিতে পর্যটকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় সেখানকার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ ঠেকাতে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং সমাজকর্মীরা।
বিষয়: #অভিযোগ #ইসরায়েলি #কর্ণাটকে #গণধর্ষণের #দুই #নারীকে #পর্যটকসহ




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
