শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়ার জোহর রাজ্যে এক বছরে ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ার জোহর রাজ্যে এক বছরে ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
![]()
মালয়েশিয়ার জোহর রাজ্যে গত বছরে ১৩ হাজার ৯৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগ। তারা জানায়, মোট ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনো নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন তা নিশ্চিত করতে ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়। এরপর যাদের কারাদণ্ড হবে তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।
জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্রপথে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহর জুড়ে আইন প্রয়োগ জোরদার করবে।
একই সঙ্গে নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক, বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগে সহায়তাকারীদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।
বিষয়: #অবৈধ #অভিবাসী #গ্রেফতার #জোহর #মালয়েশিয়া #রাজ্য #১৩ হাজার




ব্রঙ্কসে সাংবাদিক মনোয়ারুল ইসলাম কে কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।
ইউনুসের শাসনামলে বাংলাদেশে বেড়েছে বিচারবহির্ভূত হত্যাকান্ড আল জাজিরার প্রতিবেদন
“বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন,, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সেক্রেটারি নির্বাচিত
আলহাজ্ব জি এম মাহমুদ মিয়াকে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেন কমিউনিটি; বিভিন্ন মহলের শোক প্রকাশ
ব্রঙ্কসে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন
