মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির বর্ষপূর্তি উদযাপন।
ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির বর্ষপূর্তি উদযাপন।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
![]()
নিউইয়র্কের ব্রঙ্কসে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান মিথান ড্যান্স একাডেমির উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন হয়েছে।
গত ১০ই জানুয়ারি ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয় বর্ষপূর্তি ও পিঠা উৎসবের।দিনব্যাপী আয়োজনে প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।সেই সাথে অভিভাবকদের জন্যও খেলাধুলা ও পুরস্কারের আয়োজন করা হয়েছিল।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রানবন্ত হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশীরা মনোমুগ্ধকর নৃত্যের সাথে পিঠা উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন।
উল্লেখ্য নৃত্যশিল্পী মিথান দেব দীর্ঘদিন ধরে নৃত্য শিল্পী হিসেবে একনিষ্ঠ সাধনা করে আসছেন।তিনি প্রয়াত নৃত্যগুরু অনুপ কুমার দাশের যোগ্য উত্তরসূরি।বিভিন্ন অনুষ্ঠানে তার করা কোরিওগ্রাফ দর্শক মুগ্ধতার সাথে উপভোগ করেন।কিছুদিন পুর্বে মিথান দেব বিখ্যাত নৃত্যগুরু আভা ভাট নাগ রায়ের অধীনে কথক নৃত্যের উপর গ্রাজুয়েশন সম্পন্ন করেন।ব্রঙ্কসে তিনি স্বনামে প্রতিষ্ঠিত করেছেন মিথান ড্যান্স একাডেমি।যার লক্ষ্য হচ্ছে আমেরিকায় বসবাসরত বাংলাদেশী ছেলেমেয়েদের মধ্যে বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া।
এ লক্ষ্যে সিলেটের মৌলভীবাজার জেলার অধিবাসী বর্তমানে ব্রঙ্কসে বসবাসরত নৃত্যশিল্পী মিথান দেব সকলের সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে ব্রঙ্কসে অবস্থিত তার নাচের প্রশিক্ষণ একাডেমি কে এগিয়ে নিয়ে যেতে চান।
বিষয়: #ড্যান্স #ব্রঙ্কস #মিথান




বখতিয়ার সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান ২০২৫ অনুষ্ঠিত
ব্রিটিশ বাংলাদেশি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান লন্ডনে অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়া: নেতৃত্ব, সংগ্রাম ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়
কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” পেলেন ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি
ব্রঙ্কসে সিলেট জেলা সমিতি ইনকের বিজয় দিবস পালন।
বিজয় উৎসব ও পিঠামেলায় মুখরিত হলো সোয়ানসী
