সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি‘র নির্বাচন-২০২৬ সম্পন্ন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি‘র নির্বাচন-২০২৬ সম্পন্ন ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি
মতিয়ার চৌধুরী, লন্ডন ১৯ জানুয়ারী ২০২৬ ::
![]()
লন্ডনঃ ১৮ জানুয়ারী ২০২৬ রোববার লন্ডন সময় বিকেল চারটায় পূর্বলন্ডনের মাইক্রো বিজনেন্স সেন্টারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সভা ও নির্বাচন অনুষ্টিত হয়েছে। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারনসভা এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাজিদুর রহমান ও সভাপরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী মিজানুর রহমান মীরু। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার ও স্পীকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার ও স্পীকার খালিস উদ্দিন আহমেদ ।
এতে সংগঠনের ৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিনা প্রতিদ্বন্দিতায় দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট ঢাকা পোষ্টের লন্ডন প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. কে. এম. আশরাফুল হুদা ( প্রাপ্ত ভোট ৪৯ )। ভাইস প্রেসিডেন্ট ২জন নির্বাচিত হন, তারা হলেন ইমদাদুন খানম (তার প্রাপ্ত ভোট ৩০ ) ও সাহেদা রহমান (তার প্রাপ্ত ভোট ২৬)।
জেনারেল সেক্রেটারী - আব্দুল বাছির। এসিসটেন্ট সেক্রেটারী ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন নির্বাচিত হন। তারা হলেন এনআরবি ইউকে চ্যানেলের এডিটর ও দৈনিক হবিগন্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, প্রাপ্ত ভোট ৫৪ তিনিই সর্বোচ্চ ভোট পেয়েয়েছেন। ও রেড টাইমস এর লন্ডন প্রতিনিধি আসমা মতিন, (প্রাপ্ত ৩৯)। এসিসটেন্ট সেক্রেটারী ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন নির্বাচিত হন। অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী প্রার্থী ছিলেন ২জন বিজয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস ডলি তার প্রাপ্ত ভোট ৩১ , তার প্রতিদন্দি মিসবাউল হক পেয়েছেন ২৪ ভোট। এছাড়া অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: মির্জা আবুল কাসেম ট্রেজারার। এসিসটেন্ট ট্রেজারার প্রার্থী ২ জনের মধ্যে একজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করায় অন্য প্রার্থী আনোয়ারুল হক শাহিন নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় । অন্যকোন প্রার্থী না থাকায় মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী নির্বাচিত সুহেল আহমদ। একইভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলেটিজ সম্পাদক পদে নির্বাচিত ইমরান তালুকদার। ইসি মেম্বার নির্বাচিত হন ৩ জন - সত্যবাণীর কন্ট্রিবিউটিং এডিটর ডক্টর আনসার আহমদ উল্লাহ, জে টাইমস টিভির মো. সাজিদুর রহমান ও ইকরাবাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরু।
বিষয়: #ইউকে #ইউনিটি #কমিটি #নতুন #নির্বাচন #বাংলা #বিশিষ্ট #রিপোর্টার্স #সদস্য #সম্পন্ন




পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
নিউইয়র্কে সাংবাদিক নঈম নিজামের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল।
ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির বর্ষপূর্তি উদযাপন।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটেনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রীতি প্যাটেলের
ন্যায়বিচারের দাবিতে যুক্তরাজ্যজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ শহীদ ওসমান হাদির হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
