বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » নোভারটিস বাংলাদেশ লিমিটেডের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করবে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস
নোভারটিস বাংলাদেশ লিমিটেডের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করবে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস
:কর্মীদের কল্যাণ ও ওষুধ সরবরাহ নিশ্চিতের প্রতিশ্রুতি :
[ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৪] নোভারটিস বাংলাদেশ লিমিটেডে নিজেদের মালিকানাধীন শেয়ার শীর্ষস্থানীয় দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর করবে নোভারটিস। এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে নোভারটিস বাংলাদেশ লিমিটেড (এনবিএল)। প্রয়োজনীয় সকল আনুষ্ঠিকতা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এনবিএল -এর অধিকাংশ মালিকানা রেডিয়েন্টের কাছে স্থানান্তরের মাধ্যমে নোভারটিসের লক্ষ বর্তমান আইনি সত্তার মাধ্যমে বাংলাদেশে তাদের বিশ্বমানের ব্র্যান্ডগুলোর সরবারহ রোগীদের কাছে অব্যাহত রাখা।

১৯৭৩ সাল থেকে নোভারটিস ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) যৌথ উদ্যোগে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে নোভারটিস।
বাংলাদেশে এনবিএল -এর মাধ্যমে ব্যবসার ধারাবাহিকতা ও উদ্ভাবনী ওষুধ সরবরাহ নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ নোভারটিস। এছাড়া, এনবিলের অধীনে থাকা সব স্থায়ী কর্মীকে কমপক্ষে ৩ বছর একই সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রেডিয়েন্ট। এ হস্তান্তরের মাধ্যমে কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে; পাশাপাশি, এটি বাংলাদেশে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
আজ (০৫ ডিসেম্বর) আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেলা ১১টায় শেয়ার হস্তান্তরের ঘোষণা দেয়া হয়। চুক্তিতে স্বাক্ষর করেন নোভারটিসের হেড এশিয়া অ্যাসপায়রিং মার্কেটস কেভিন জু ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী। এ সময় দুই প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নোভারটিসের হেড এশিয়া অ্যাসপায়রিং মার্কেটস কেভিন জু বলেন, “গ্লোবাল স্ট্র্যাটেজির সাথে সামঞ্জস্য রেখে আমরা এনবিএল -এ আমাদের শেয়ার শীর্ষস্থানীয় একটি দেশীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের উদ্ভাবনী ওষুধগুলোর মাধ্যমে রোগীদের সেবা প্রদান নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ; পাশাপাশি, আমরা বাংলাদেশের মানুষের জীবনের মানোন্নয়ন ও তাদের সুদীর্ঘ জীবন অর্জনে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করছি। উপরন্তু, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কর্মীদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ হস্তান্তর প্রক্রিয়ায় রেডিয়েন্টকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী তার বক্তব্যে রেডিয়েন্ট ও নোভারটিসের মধ্যে নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের দিকগুলো তুলে ধরেন। তিনি মনে করেন, এ অংশীদারিত্ব দেশের মানুষের জন্য নোভারটিসের উদ্ভাবনী পণ্য সরবরাহে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি নোভারটিসের পূর্ববর্তী কোম্পানি সিবা-গেইগি এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে নোভারটিসের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন। এ শেয়ার হস্তান্তর উভয় প্রতিষ্ঠান এবং বৃহত্তর পরিসরে বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। রেডিয়েন্ট ফার্মার সাড়ে ৬ হাজারেরও বেশি কর্মী রয়েছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির পোর্টফলিওতে ১শ’র বেশি নিবন্ধিত ব্র্যান্ড এবং ১২টি আন্তর্জাতিক অংশীদার রয়েছে। এই মালিকানা স্থানান্তর দীর্ঘমেয়াদে উভয় প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
rong foundation for sustainable future growth.
বিষয়: #অধিকাংশ #অধিগ্রহণ #নোভারটিস #ফার্মাসিউটিক্যালস #বাংলাদেশ #রেডিয়েন্ট #লিমিটেডে #শেয়ার




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
