বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুস- অনিয়ম ও দুনীতির অভিযোগ
ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুস- অনিয়ম ও দুনীতির অভিযোগ
ছাতক প্রতিনিধি ::

ছাতকে উপজেলা ভূমি অফিসে অনিয়ম, ঘুষ, দুর্নীতি, হয়রানি, জালিয়াতি,জায়গা-জমি ভোগদখলের পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে
ঘুষ লেনদেনে সহ বিভিন্ন অভিযোগ রয়েছে সাভেয়ার এডিএম রুহুল আমীনের বিরুদ্ধে।
গত বুধবার বিকালে এমন অভিযোগ তুলেছেন উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে উপজেলার শেওলাপাড়া গ্রামের মৃত হাজী মাওলানা এখলাছুর রহমানের ছেলে আব্দুস সালাম ও ভুমি অফিসে সাবেক সাভেয়ার এডি এম রুহুল আমিনের বিরুদ্ধে সিলেটের বিভাগীয় কমিশনার,সুনামগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা,যায় ২০০১ সালে ১৪ সেপ্টেম্বর মিনা বেগমের দাদা শশুর মখদ্দুছ আলীর খরিদ সুত্রে জমি মালিক হয়েছে। তার মৃত্যুর পর উত্তরাধীকারী হিসেবে এ ভূমি মিনা বেগমের স্বামি আবুল কালামের দখলে আছে।
যার প্রেক্ষিতে ২০২২ সালের ১১ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে একই গ্রামের মৃত হাজী মাওলানা এখলাছুর রহমানের ছেলে আব্দুস সালাম বাদি হয়ে মিনা বেগমের স্বামীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলাটি তদন্তের জন্য ছাতকে সহকারী কমিশনার ভূমি কে নির্দেশ দেয়। এতে তৎকালিন সার্ভেয়ার এডিএম রুহুল আমিন সরেজমিনে তদন্ত করার সময় বিবাদী মিনা বেগমের কাছে সাভেয়ার রুহুল আমিন প্রায় দুই লাখ ঘুস চেয়েছে। তার কথা মতো ঘুস না দেয়ায় জমি দখল থাকার পর তাদের বিরুদ্ধে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
এ ঘটনায় গত ২৭ জুলাই মিনা বেগমের দেবর সফিকুর রহমান বাদী হয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে পৃথক আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে এইঅভিযোগটি তদন্তাধীন আছে ।
এব্যাপারে মিনা বেগমের দাবী বিষয়টি পুর্ন তদন্ত করে ঘুস কেলেংকারি দুনীতিবাজ সার্ভেয়ার এডিএম রুহুল আমিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন। এব্যপারে এডিএম রুহুল আমিনকে তার মোবাইল ফোনে রিং হচ্ছে তিনি রিসিভ করেনি।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভুমি আবু নাসির অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় জেলা প্রশাসকের নিদেশে তদন্ত চলছে।
বিষয়: #অফিস #ভূমি #সার্ভেয়ার




রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর অন্যায্য সাজা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
“বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপিত
সুনামগঞ্জ ২ আসনে শিশির মনিরকে ঠেকাতে ঐক্যবদ্ধ হলেন বিএনপির দুই এমপি
