বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুস- অনিয়ম ও দুনীতির অভিযোগ
ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুস- অনিয়ম ও দুনীতির অভিযোগ
ছাতক প্রতিনিধি ::

ছাতকে উপজেলা ভূমি অফিসে অনিয়ম, ঘুষ, দুর্নীতি, হয়রানি, জালিয়াতি,জায়গা-জমি ভোগদখলের পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে
ঘুষ লেনদেনে সহ বিভিন্ন অভিযোগ রয়েছে সাভেয়ার এডিএম রুহুল আমীনের বিরুদ্ধে।
গত বুধবার বিকালে এমন অভিযোগ তুলেছেন উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী মিনা বেগম বাদী হয়ে উপজেলার শেওলাপাড়া গ্রামের মৃত হাজী মাওলানা এখলাছুর রহমানের ছেলে আব্দুস সালাম ও ভুমি অফিসে সাবেক সাভেয়ার এডি এম রুহুল আমিনের বিরুদ্ধে সিলেটের বিভাগীয় কমিশনার,সুনামগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা,যায় ২০০১ সালে ১৪ সেপ্টেম্বর মিনা বেগমের দাদা শশুর মখদ্দুছ আলীর খরিদ সুত্রে জমি মালিক হয়েছে। তার মৃত্যুর পর উত্তরাধীকারী হিসেবে এ ভূমি মিনা বেগমের স্বামি আবুল কালামের দখলে আছে।
যার প্রেক্ষিতে ২০২২ সালের ১১ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে একই গ্রামের মৃত হাজী মাওলানা এখলাছুর রহমানের ছেলে আব্দুস সালাম বাদি হয়ে মিনা বেগমের স্বামীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলাটি তদন্তের জন্য ছাতকে সহকারী কমিশনার ভূমি কে নির্দেশ দেয়। এতে তৎকালিন সার্ভেয়ার এডিএম রুহুল আমিন সরেজমিনে তদন্ত করার সময় বিবাদী মিনা বেগমের কাছে সাভেয়ার রুহুল আমিন প্রায় দুই লাখ ঘুস চেয়েছে। তার কথা মতো ঘুস না দেয়ায় জমি দখল থাকার পর তাদের বিরুদ্ধে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
এ ঘটনায় গত ২৭ জুলাই মিনা বেগমের দেবর সফিকুর রহমান বাদী হয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে পৃথক আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে এইঅভিযোগটি তদন্তাধীন আছে ।
এব্যাপারে মিনা বেগমের দাবী বিষয়টি পুর্ন তদন্ত করে ঘুস কেলেংকারি দুনীতিবাজ সার্ভেয়ার এডিএম রুহুল আমিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন। এব্যপারে এডিএম রুহুল আমিনকে তার মোবাইল ফোনে রিং হচ্ছে তিনি রিসিভ করেনি।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভুমি আবু নাসির অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় জেলা প্রশাসকের নিদেশে তদন্ত চলছে।
বিষয়: #অফিস #ভূমি #সার্ভেয়ার




হবিগন্জে জাসাসের পথ সভায় হবিগন্জ ৩ আসনের প্রার্থী আলহাজ্ব জি কে গউছকে ধানের শিষে ভোট দিতে আহ্বান
সুনামগঞ্জ–৫ নির্বাচন: ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের দায়িত্বে সুনামগঞ্জের রেদোয়ান
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ শরীফ বাহিনীর সহযোগী আটক
বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে দু-দেশের জেলেদের পরিবারের কাছে হস্তান্তর
সিলেট থেকে ছাতকে সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী গ্রেপ্তার
দৌলতপুরে ৩৫ বিসিএসে ভুয়া ইউ এন ও কামাল হোসেন দুদকের মামলায় আটক
সংসদ নির্বাচনকে ঘিরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় জেলায় কোস্টগার্ড মোতায়েন
সাংবাদিক আনিস আলমগীর নতুন মামলায় গ্রেফতার
চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু
