মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের ভূমিধস বিজয়ে মিষ্টি বিতরন ও আনন্দ সমাবেশ।
ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের ভূমিধস বিজয়ে মিষ্টি বিতরন ও আনন্দ সমাবেশ।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥

যুক্তরাষ্ট্রের বাংলাদেশীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৪ সেলিম-আলী পরিষদের ভূমিধস বিজয়ে ব্রঙ্কসে সমর্থনগোষ্ঠির আয়োজনে মিষ্টি বিতরন ও বিজয় মিছিল উত্তর আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ২৮ সে অক্টোবর সোমবার স্ট্রালিন বাংলাবাজারে সন্ধ্যায় শতাধীক সমর্থকদের অংশগ্রহনে বিজয় মিছিল বাজার প্রদক্ষিন শেষে গোল্ডেন প্যালেসে সমাবেত হয়।ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামীম আহমদের পরিচালনায় আহ্বায়ক মাহবুব আহমদের সভাপতিত্বে আনন্দ সমাবেশে নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিমকে ব্রঙ্কসবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত হন নবনির্বাচিত সাধারন সম্পাদক মোহাম্মদ আলী,সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান,সহসভাপতি কামরুজ্জামান কামরুল,সমাজ কল্যান সম্পাদক জামিল আনসারী,সদস্য মুনসুর আহমদ,সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ।
বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজ উদ্দীন সোহাগ,জুনেদ চৌধুরী প্রমূখ।সমাবেশে ব্রঙ্কসে বসবাসকারী বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সবশেষে সকলের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।
নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি ব্রঙ্কসবাসীর কাছে চিরকৃতজ্ঞ এবং নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পুরনে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ।
বিষয়: #আনন্দ #আলী #ব্রঙ্কস #সমাবেশ #সেলিম




চ্যানেল এস টেলিভিশনের ২১তম জন্মদিনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অংশগ্রহণ
লন্ডনে বিজয় দিবস উদযাপন: দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে
ব্রঙ্কসে বাউলিয়ানা গানের আসর,মুগ্ধ হলেন প্রবাসীরা।
বৃটেনের লুটনে ইউনিটি অব মৌলভীবাজার এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত।
কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
