সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খুলনা » নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী সজীব আটক
নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী সজীব আটক
নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা সদর থানাধীন রূপসা ঘাট সংলগ্ন চাঁনমারী এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁনমারী আবাসিক এলাকার কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী জুলেখা তথা আশিক গ্যাং এর অন্যতম সদস্য মাদক ও ইয়াবা সম্রাট মোঃ সজিব ইসলাম-কে (৩২) আটক করা হয়। এ সময় তার বাসা তল্লাশি করে ১৬১৭ পিস ইয়াবা, গাঁজা, এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা, ৩ রাউন্ড ব্যাঙ্ক কার্টিজ এমুনিশন, ২৩টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ০৫ টি সিসিটিভি আইপি ক্যামেরা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার আরও ৪ সহযোগী মোঃ ফয়েজ রাব্বী, গানম্যান জিয়া গাজী, ইয়াকুব মোল্যা এবং মাদক পাচারকারী দলের মহিলা সদস্য মোছাঃ জামিলা বেগমকে আটক করা হয়। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। বর্ণিত যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।
এলাকাবাসীর ভাষ্যমতে, জুলেখা তথা আশিক গ্যাং সশস্ত্র মহড়া, চাঁদা বাজি এবং মাদক ব্যবসা পরিচালনার মাধ্যমে রূপসার চাঁনমারী ও তৎসংলগ্ন এলাকায় ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। যৌথবাহিনীর সমন্বিত অভিযানে খুলনা শহরে ত্রাস সৃষ্টিকারী অন্যতম দুর্র্ধর্ষ এই মাদক গ্যাং-কে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে। এ সময় তারা বর্ণিত আসামিদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। সেই সাথে নৌবাহিনীসহ অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়: #নেতৃত্ব #নৌবাহিনী #পরিচালিত




রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
দৌলতপুর আল্লারদর্গায় সততা ক্লিনিকে অভিযান চালিয়ে এক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির পার্টি অফিস ভাঙচুর
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে নৌবাহিনী-রিয়ার এডমিরাল জাকির হোসেন
শিল্প দূষণে আক্রান্ত পশুর নদী বাঁচাতে মোংলায় মানববন্ধন
মোংলায় ৩৪ মন্দিরের নিরাপত্তায় নৌবাহিনীর টহল
শরণখোলায় কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসবে বিনামূল্যে মেডিকেল ক্যাস্পেইন
