শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইন আদালত » বড়লেখায় মহদিকোনা সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষকের সীমাহীন দূর্ণীতি
প্রথম পাতা » আইন আদালত » বড়লেখায় মহদিকোনা সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষকের সীমাহীন দূর্ণীতি
২০৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়লেখায় মহদিকোনা সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষকের সীমাহীন দূর্ণীতি

বড়লেখায় মহদিকোনা সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষকের সীমাহীন দূর্ণীতিনিজস্ব সংবাদ :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দে’র বিরুদ্ধে উঠে আসছে একের পর এক দূর্নীতির অভিযোগ। সীমাহীন দূর্নীতির মাধ্যমে তিনি হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।
তার বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রি থেকে শুরু করে স্কুলের বিভিন্ন বরাদ্দ আত্মসাতের মতো গুরুতর অভিযোগের পাশাপাশি এবার নিলাম ছাড়াই গোপনে স্কুলের অর্ধলক্ষাধিক টাকার পুরাতন সীমানা প্রাচীর বিক্রির অভিযোগও উঠেছে। বিগত হাসিনা সরকারের সমর্থীত এই শিক্ষক দলীয় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষক বিজয় কুমার দে’র বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকার বর্ষিয়ান মুরব্বীরা এই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল খালিক বলেন, ২০২৩-২৪ অর্থ বৎসরে উন্নয়ন বাবদ ১ লাখ ৭০ হাজার টাকা, রুটিন মেইনটেনেন্স বাবদ ৩৬ হাজার ৪শ টাকা, স্লিপ বাবদ ৫০ হাজার টাকা, প্রাক প্রথমিক বাবদ ১০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৬৬ হাজার ৪শ টাকা বরাদ্দ পান, যার একটি টাকাও বিজয় কুমার দে স্কুলের উন্নয়ন কাজে খরচ করেনি। উল্লেখ্য- প্রধান শিক্ষক বিজয় কুমার দে প্রতিবছর স্লিপের ৫০ হাজার ও প্রাক প্রাথমিকের ১০ হাজার এই মোট ৬০ হাজার টাকা নিয়মিত পেয়ে থাকেন। আব্দুল খালিক আরো বলেন, বছর তিনেক আগে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই স্কুলের প্রাচীন একটি বড় গাছ বিক্রি করে সেই টাকাও আত্মসাত করেন। বিভাগীয় তদন্ত হলে এই সত্যও বেরিয়ে আসবে বলে দাবি করেন সাবেক এই প্রধান শিক্ষক।
জানা গেছে, চলিত বছরের শুরুতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের প্রকল্প গ্রহণ করে। এলজিইডি স্কুলের পুরনো সীমানা প্রাচীর অপসারণের নির্দেশ দিলে প্রধান শিক্ষক বৈধ প্রক্রিয়া ছাড়াই অর্ধলক্ষাধিক টাকা মূল্যের পাকা সীমানা প্রাচীর বিক্রি করে দেন।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী অভিভাবক আব্দুল খালিক, জসিম উদ্দিন, সুফিয়ান আহমদ, আব্দুর রহমান, মাহমুদুর রহমান প্রমুখ অভিযোগ করেন, নতুন বাউন্ডারি নির্মাণের জন্য পুরাতন বাউন্ডারি ভেঙ্গে ফেলার প্রয়োজন হয়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ স্কুলফান্ডে জমা রাখার নিয়ম রয়েছে। প্রচারণা চালিয়ে প্রকাশ্যে বিক্রির ব্যবস্থা নিলে ৪০-৫০ ফুট এই পুরাতন সীমানা প্রাচীর অন্তত ৫০ হাজার টাকায় বিক্রি হতো। কিন্তু প্রধান শিক্ষক গোপনে মাত্র ১০ হাজার টাকায় স্কুলের সাবেক সহসভাপতির কাছে সীমানা প্রাচীর বিক্রি করে দেন। এই টাকাও স্কুল ফান্ডে জমা দেননি। এছাড়া বছরখানেক আগে স্কুলের মাঠ ভরাটের জন্য ‘কাবিখা’ প্রকল্পের প্রায় ১ লাখ টাকার বরাদ্দ আসে। কিন্তু প্রধান শিক্ষক অর্ধেক টাকারও মাটি ভরাট করেননি।
উপজেলা শিক্ষা অফিসার জোবায়ের আলম জানান, স্কুলের কোনো কিছুই বৈধ প্রক্রিয়া ছাড়া বিক্রির সুযোগ নেই। সীমানা প্রাচীর বিক্রির বিষয়টি তিনি জানেন না। প্রকাশ্যে নিলাম ও নিলামকৃত অর্থ স্কুল ফান্ডে জমা দেয়ার নিয়ম রয়েছে। প্রধান শিক্ষক কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সরেজমিনে গেলে প্রধান শিক্ষক বিজয় কুমার দে স্কুলের পুরাতন সীমানা প্রাচীর গোপনে বিক্রির সত্যতা স্বীকার করে বলেন, গত এপ্রিলে স্কুল বন্ধ থাকাকালিন সহসভাপতি হাছান আলী বেবুল দেওয়াল ভেঙ্গে ইট, বালু, রড নিয়ে গেছেন। ১০ হাজার দিবেন বললেও দেননি। তার দাবি সরকারি বরাদ্দ যথাযথভাবে তিনি ব্যবহার করেছেন।
প্রধান শিক্ষক বিজয় কুমার দে’র ক্ষমতার দাপট যে এতই, ইতিপূর্বে নানা অনিয়ম-দুর্নীতি ও স্কুলের উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ আত্মসাতে জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করায় সাবেক এক মন্ত্রীকে দিয়ে তৎকালিন উপজেলা শিক্ষা অফিসার মো. রফিজ মিয়াকে ২৪ ঘন্টার মধ্যে খুলনা বিভাগের দ্বীপ উপজেলা শ্যামনগরে স্ট্যান্ডরিলিজ করিয়েছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা সেই চিঠি মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে গায়েব করে ফেলেন।
ওই চিঠির সূত্রমতে, বিগত তিন অর্থবছরে এ বিদ্যালয়ে স্লিপ বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ১০ হাজার টাকা। উপজেলা শিক্ষা কর্মকর্তা স্কুলে সরেজমিন তদন্ত করে দেখতে পান ৩ অর্থবছরে প্রধান শিক্ষক বিজয় কুমার দে স্লিপ বাবদ ৪০ হাজার টাকার কাজ করে অবশিষ্ট ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করেন। ২০২০-২১ অর্থবছরে রুটিন মেইনটেনেন্স বাবদ ৪০ হাজার টাকা বরাদ্দ পেয়ে তিনি ২৭ হাজার টাকার একটি স্লিপার কিনে বাকি ১৩ হাজার টাকা আত্মসাত করেছেন। প্রাক-প্রাথমিকের ২০ হাজার টাকা বরাদ্দ পেলেও কোনো কাজই করেননি।
সাবেক উপজেলা শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া জানান, মহদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দে উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতার ঘনিষ্ট আত্মীয়। আর ওই আওয়ামী লীগ নেতার খুবই ঘনিষ্ট ছিলেন আওয়ামীলীগ সরকারের এক মন্ত্রী। বিজয় কুমার দে’র বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাত, দায়িত্বে ফাঁকি, বিভাগীয় নির্দেশনা অমান্যসহ নানা অনিয়ম দুর্নীতির ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়াই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বিজয় কুমার দে ওই মন্ত্রীকে দিয়ে ২০২২ সালের ২ ডিসেম্বর ২৪ ঘন্টার মধ্যে আমাকে বড়লেখা থেকে ৫০০ কিলোমিটার দূরবর্তী খুলনা বিভাগের শ্যামনগর উপজেলায় স্ট্যান্ড রিলিজ করাস। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে পাঠানো সেই চিঠিও গায়েব করে ফেলেন। তিনি ওই অভিযোগের ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।
প্রায় আড়াই বছর আগে তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেয়ার চিঠি জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে গায়েব করার অভিযোগ বিজয় কুমার দে অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম জানান, লিখিত অভিযোগটি একজন কর্মকর্তাকে তদন্ত করতে দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।



বিষয়: #


--- ---

আইন আদালত এর আরও খবর

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
দৌলতপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দৌলতপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তা বদলি পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তা বদলি
ছাতকে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ ছাতকে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায়  গণশুনানি অনুষ্ঠিত চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত
নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ
অন্তর্বর্তীকালীন সরকারে বিবৃতি রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ধানমন্ডি থানার ওসিকে তলব অন্তর্বর্তীকালীন সরকারে বিবৃতি রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ধানমন্ডি থানার ওসিকে তলব
দাউদকান্দিতে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ২৩ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ দাউদকান্দিতে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ২৩ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে   দেশীয় অস্ত্র গুলিসহ ডাকাত আটক হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গুলিসহ ডাকাত আটক
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার-৫ সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার-৫

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
তাদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
পুলিশের বাধার মুখে প্রেস ক্লাব থেকে সরে শহীদ মিনারে শিক্ষকরা
রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
আগামী নির্বাচনে থাকবে ১১০০ প্লাটুন বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাভারে সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১
জুলাই যোদ্ধাদের বাধায় বাস বন্ধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
কাকরাইলে জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণসহ দুই এলাকায় আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১৭
জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন আছে: আইন উপদেষ্টা
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১