রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সীমান্তের ওপারে কয়লা গুহায় বাংলাদেশির মৃত্যু
সীমান্তের ওপারে কয়লা গুহায় বাংলাদেশির মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সীমান্ত দিয়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তে আটকে ও মাটি চাপায় আবুল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত লাগোয়া কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ মিয়ার ছেলে নিহত আবুল।
জানা গেছে, রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে চারাগাঁও বিওপি অধীন কলাগাঁও সীমান্ত দিয়ে ১০-১৫ জন চোরাইপথে সীমান্তের ওপারে পাহাড়ি গুহা থেকে কয়লা আনতে যায়। একপর্যায়ে গর্তের ভিতর থেকে বস্তাভর্তি কয়লা নিয়ে আসার পথে উপর থেকে পাথর ও মাটি ভেঙে পড়ে। কয়েকজন উপরে উঠতে পারলেও আবুল চাপা পড়ে। পরে সঙ্গে থাকা ব্যক্তিগণ দেশে এসে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে সঙ্গীয় ব্যক্তিগণ গর্তের ভিতর থেকে আবুলের নিথরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ প্রসঙ্গে সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া বলেন, দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে ওপার থেকে কয়লা আনতে গিয়ে একজন নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসেছে। সীমান্তের প্রতিটি বিজিবি ক্যাম্পে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি রয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাচালানের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্রঃ দৈনিক সিলেট
বিষয়: #ওপারে #কয়লা #গুহায় #বাংলাদেশি #মৃত্যু #সীমান্ত




সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ !
সুনামগঞ্জে স্থানীয় গণদাবী পূরণে এনসিপির উদ্যোগে মানববন্ধন
সুনামগঞ্জের হলহলিয়ায় ১৯টি বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের ঘটনায় দ্রুতবিচার আইনে মামলা
ছাতকে সুনামগঞ্জ জেলা প্রশাসক পরিদর্শনে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিতে আলোচনা সভা।
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ছাতকে ৮০ বছরের জমি বিরোধে প্রশাসনিক পরিমাপ, উত্তেজনা চরমে; ইউএনও’র বিরুদ্ধে মসজিদের মাইকে অপপ্রচার
