সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » “বিমানের টিকেটের দাম কমানোর দাবী জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’
“বিমানের টিকেটের দাম কমানোর দাবী জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’
“প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহবান”
নুরুল ইসলাম::

“বাংলাদেশের অর্থনীতিতে মূখ্য ভূমিকা পালনকারী প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সোচ্চার হওয়ার লক্ষ্যে বিলেতের প্রতিটি রিজিওনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সাউথ ইস্ট রিজিওন ইস্ট লন্ডন ব্রাঞ্চের সদস্য সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
গত ৮ ই সেপ্টেম্বর ইস্ট লন্ডনের উডহ্যাম কমিউনিটি সেন্টারে সাউথ ইস্ট রিজিওনের কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র জয়েন্ট কনভেনর বিশিষ্ট সংগঠক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় একটি সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখেন গ্রেটার সিলেটের প্যাট্রন ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ও সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ ড. এম মুজিবুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর, শিপার রেজাউল করিম, কদর উদ্দিন, সাদিক আহমদ, সৈয়দ করিম সায়েম, আব্দুল বাসিত রফি, খান জামাল নুরুল ইসলাম , গিয়াস উদ্দিন, আজম আলী, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কাদির রাজু, মোঃ আফজাল আহমদ, মোঃআলাল আহমদ, জয়নুল হোসেন, জুবায়ের আহমদ, জয়নুল হোসেন, আব্দুল আহাদ, কামরুজ্জামান ও আব্দুল মালিক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে নামমাত্র আন্তর্জাতিক না রেখে পূর্ণাঙ্গ লজিস্টিক ও অপারেশনাল ফ্যাসিলিটি প্রদানের মাধ্যমে সকল আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামার ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিমানের টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, বিমানের নৈরাজ্য, অনলাইন টিকেট জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রবাসীদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানসহ, সকল প্রকার হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়।
বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসীদের অবদানকে যথাযথ বিবেচনায় রেখে বিভিন্ন সেক্টরে প্রবাসীদের অংশগ্রহণকে সাংবিধানিকভাবে যুক্ত করার আহবান জানানো হয়।
এখানে উল্লেখ্য যে, অনলাইন অথবা প্রিন্ট সদস্য ফর্ম পূর্ণ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সদস্য হওয়া যাবে।
বিষয়: #টিকেট #বিমান




বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান
রাণীনগরে ডেভিলহান্টে আওয়ামীলীগ-যুবলীগনেতা গ্রেফতার-২
দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা,বিজিবির বাধায় পতাকা বৈঠকে ফেরত
একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান
সুনামগঞ্জে মৎস্য প্রক্রিয়াকরণ শ্রমিক-র্কমচারীদেরকে সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি
মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে দাদি,নাতনি নিহত। ৬ বসতবাড়ি ভস্মীভূত
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করলো পদক্ষেপ
নবীগঞ্জের দুই মাদক ব্যবসায়ী শেরপুর পুলিশের হাতে এক কেজি গাঁজা সহ আটক
