সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।রোববার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের এ হতাহতের ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া একই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়ার সাথে প্রতিবেশি রশিদ আইজুল ও মোখলেসদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে আজ সকালে সার ছিটাতে যায় তোতা ও তার লোকজন। এসময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। পরে তোতা মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, আজ সকাল দশটার দিকে আমার বাবা ও আমার চাচাতো ভাই মোহাম্মদ বাদল আমন খেতে সার ছিটাতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ আইজুল, মুখলেস, তাদের উপরে হামলা করে,এতে আমার বাবা নিহত হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রকিবুল আলম জানান, হাসপাতালে আনার আগেই তোতা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে তোতা মিয়া নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিষয়: #কৃষক #জমি #নিহত




সিলেট-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী লুনা
সিলেট-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মুক্তাদির
সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা
দুই শতাধিক আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা
পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ
সংকটময় মুহূর্তে দেশ, কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি
গণভোটে রাজনৈতিক দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নিবে সরকার
পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা
